চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়িতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী শওকত হোসেন ওরফে শেয়াকত (৩৫) নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার দুর্গম পাইন্দং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি, ১২ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইন্দং এলাকায় শেয়াকত ও তার সহযোগীরা অবস্থান করছে� এমন খবরের ভিত্তিতে র্যাব ও পুলিশ সেখানে অভিযান চালায়।
তিনি বলেন, পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় র্যাব-পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে শেয়াকতের সহযোগীরা পালিয়ে যায়। তারপর ঘটনাস্থলে শেয়াকতের লাশ পড়ে থাকতে দেখা যায়।এএসপি বাবুল জানান, ফটিকছড়ি থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেয়াকত চট্টগ্রামের ব্যবসায়ী জামালউদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানার হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১৩টি মামলা আছে।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


