চালের দাম আকাশ ছোয়া,কেজি প্রতি ৪০ থেকে ৪৭ টাকা উচ্চমধ্যবিত্ত দের ও ক্রয় সীমার বাহিরে,রাস্তায় বেড়ে গেছে দেহ ব্যবসায়ীদের সংখ্যা,খেয়ে না খেয়ে মানুষ বেচে আছে আর পদত্যাগে বাধ্য হয়েছে তত্তাবধায়ক সরকারের জাদরেল ০৫ উপদেষ্টা এর মধ্যে আমরা বেচে আছি আধমরাদের ঘা মেরে।
আশায় আছি যুদ্ধাপরাধীদের (যদিও কেউ কেউ বলে এদেশে যুদ্ধাপরাধী কেউ নেই বা মুক্তিযুদ্ধ একটি বানানো কথা)বিচার হবে।
আশায় আছি সন্ত্রাস মুক্ত দেশ হবে আমাদের এই বাংলাদেশ,কেহই ভাতের জন্য দেহ বিক্রী করবে না।
আশায় আছি আমাদের নেতানেত্রীরা আমাদেরকে ভূল শিক্ষায়,দূনীতির শিক্ষায় শিক্ষিত করবেন না।
আমরা বাচতে চাই।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৩