
তুলে দিলাম বোনকে। বিয়ে হলো সন্ধায়। মোটামুটি ঘরোয়া ভাবেই সব আল্লাহর রহমতে সমাধান হয়ে গেল। আল্লাহ যেন এই বিয়ের বন্ধন অটুট রাখেন আজীবন। খুব কষ্ট লাগছে। তবু কিছু করার নাই।
ও আল্লাহ, আমার বোন ও বোন জামাইকে সুখী করুন।
ও আল্লাহ, তাদের উপর তুমি তোমার রহমত নাজিল কর।
ও আল্লাহ, তুমি যদি তাদের ধ্বংস করতে চাও। কেউ বাচানির নাই। আবার তুমি যদি তাদের রক্ষা করতে চাও, কেউ তাদের কোন ক্ষতি করতে পারবে না।
ও আল্লাহ, তুমি তাদের সঠিক মুসলিম-মুসলিমা হিসেবে কবুল কর।
ও আল্লাহ, তুমি তাদের সঠিক মুমিন-মুমিনা হিসেবে কবুল কর।
ব্লগার ভাইদের কাছেও দোয়া কামনা করি আমার বোন ও দুলাভাইয়ের জন্য।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



