
প্রদীপ তুমি কি একা জ্বলতে পার?
আলোকিত করতে পার, প্রজ্বলন স্থলের ঠিক নিচে?
না, তুমি পার না ...... !!!!
কিন্তু পার অন্যের প্রখর দীপ্ত আলোয়
সর্বস্থরকে কৃত্তিম আভায় আতিরঞ্জিত করতে।
তবে মনে রেখ প্রদীপ, এ আলো তোমার আলো নয়,
একদিন বিলীন হবে, অন্ধকারে নিমজ্জিত করে তোমায়।
আজকে তোমার ক্ষিপ্র প্রজ্বলন, আলোর তীব্রতা,
অনন্ত জীবন নির্যাস অনাকাঙ্কিত, শুধুই স্বল্পতা।
শিখা তোমার দদুল্যমানতায় শুধুই অভিলাস,
জ্বালা যাতনায় অন্তিমতায় হায়রে সেলুকাস।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




