
সজীবতার স্পর্শ সর্বাঙ্গীণ
তুমি বিনা আমার এ আঙিনা নির্মলীন,
আকাশ পানে দৃষ্টিতে, অপেক্ষার প্রহর গুনি
এই বুঝি শুনব তোমার পদধ্বনি।
এই সজীবতা ও নীরবতা অনর্থ প্রাণ ছাড়া
সর্বত্র তোমার স্পন্দনে আমি দিগম্বরা,
তোমার চিৎকারে সৃষ্ট, আমার মধুর কলতান
হৃদ অনুভবে প্রিয় MPSC বিদ্যা নিকেতন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




