ভেবে দেখুন, আজকে ঢাকার রাস্তায় গতানুগতিক হরতালের মত পুলিশ-রেব নাই। নাই কোন পিকেটার। কোথাও কোন গাড়ী ভাঙ্গচুর বা আগুন লাগানো হয় নি। এমনকি রাস্তায় নেই কোন পাবলিক বাস। কোন মিছিল সমাবেশ নেই তেমন একটা। এই হল আজকের ঢাকা।
কিন্তু এইটা কিভাবে সম্ভব?? এইটা ত আমাদের প্রকৃত হরতালের চিত্র না। আমাদের হরতাল মানেই ত পিকেটিং, ভাঙ্গচুর, গ্রেপ্তার, লাঠিপেটা ইত্যাদি। কিন্তু কি হরতাল দেখছে আজ দেশবাসী??
হ্যা ভাই। এইটা সম্ভব। কারন আজকের হরতাল হল যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে। জামাত শিবির ও পাকিস্তান পন্থী বিরোধীদল বাদে সবাই আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে এক কাতারে।
সারা দেশে আজ হরতাল চলছে। এটা জনগনের হরতাল। যুদ্ধাপরাধীদের বিচার যে বাংলার মানুষ চায় এটা তারই প্রমান।
রাজাকারদের এই বাংলায় বিচার দেখতে চায় বাংলার আপামর জনতা। তাই কোন প্রকার পিকেটিং ও ধরপাকর না থাকা সত্বেও দেশের মানুষ আজ হরতাল পালন করছে।
হরতালের পালনকারী বিরোধীদলীয় নেত্রীর প্রতি সাধারন মানুষের প্রত্যাশা, সময় থাকতে রাজাকারদের বিচারের দাবীতে জনতার কাতারে আসুন। দেখুন হরতাল কি। কিভাবে হরতাল করতে হয়। যৌক্তিক দাবীতে হরতাল করুন, দেশের মানুষ মেনে নিবে। কিন্তু যুদ্ধাপরাধীদের পক্ষে ও তাদের মুক্তির দাবীতে হরতাল করলে দেশের মানুষ আপনাকে অতিতের মত এবার ও ডাস্টবিনে ছুরে মারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


