আমি পা নামিয়ে বসলাম। টেবিলে পা উঠিয়ে ওনার সাক্ষাৎকার দেখাটা ঠিক হবে না। অভিনেতা আলী যাকের ওনার সাক্ষাৎকার নিচ্ছেন। প্রচন্ড আশাবাদী, স্বপ্নদর্শী একজন মহান মানুষ। যার মুখ থেকে কখনো হতাশা-নিরাশার কথা শুনা যায় না। আমাদের সাত পুরুষের সৌভাগ্য এই রকম একজন মানুষ আমাদের দেশে আছেন। দেশের বর্তমান অবস্থায় আমি নিজেও নিরাশা-হতাশাগ্রস্থ। ওনার সক্ষাৎকার আমাকে আশাবাদী করে তুলেছে নতুন করে।
ধন্যবাদ [গাঢ়] ড. মুহাম্মদ জাফর ইকবাল [/গাঢ়]। আজ আমার অবরোধলিপি - 08 লেখার কথা, যার মধ্যে থাকতো হতাশা আর ক্ষোভের কথা। লিখলাম না। নতুন আশায় বুক বাধলাম। নতুন দিনের মিছিলের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



