ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগ থেকে দূরে। তবু নিয়মিত ব্লগের পাতা দেখেছি। কিছু ইস্যুতে ব্লগে একটি নির্দিষ্ট রাজনৈতিক ভাব ধারার তথাকথিত ব্লগার (এদের ব্লগার বলা মানে ব্লগারদের অপমান করা)- দের তৎপরতা চোখে লাগার মত। প্রথম পাতায় নজর দিলেই এদের পোস্টের ছড়াছড়ি। বিষয়টা হতাশাজনক।
সামহোয়ারইন কতৃপক্ষকে যতটা জানি এবং বুঝি এদের বিষয়ে কঠোর মনোভাব পোষণ করেন। ব্লগ কতৃপক্ষের ২৪ ঘন্টা মডারেশন বিষয়ক কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তা কতৃপক্ষ কখনো আড়াল করে যায়নি। বরং বরাবর বিষয়টিতে দুঃখ প্রকাশ করে সাধারণ ব্লগারদের সহায়তা চাওয়া হয়েছে। তাই আমরা বিশ্বাস করি কতৃপক্ষের আন্তরিকতার অভাব না থাকলেও পর্যাপ্ত লোকবলের অভাবে সুযোগ নিচ্ছে ওরা!
এই অবস্থায় আমরা কি করতে পারি?
আমরা ব্লগ ছেড়ে দিতে পারি, পোস্ট ড্রাফ্ট করতে পারি। কিন্তু তাহলে ওরা যা চাইছে ঠিক তাই হবে এবং ব্লগারদের হবে পরাজয়। কিন্তু বাঙালী পরাজয় মেনে নেয়নি, নিতে জানেনা। আমরা ব্লগার, সামহোয়ারইন ব্লগ আমাদের ব্লগ।
আমরা তাহলে কি করবো?
আমরা অস্থিতিশিলতা সৃষ্টি করে বা করছে বা করতে চায় এমন নিক গুলো চিহ্নিত করবো। আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অস্বীকার করে- জামাত-শিবির-যুদ্ধাপরাধীদের স্বপেক্ষে প্রপাগান্ডা ছড়ায় এমন নিক গুলো চিহ্নিত করবো। এবং সেই নিক গুলোর নামে (প্রমান সহ) অভিযোগ করবো ব্লগ কতৃপক্ষের কাছে।
কে করবে এই কাজ?
আপনি আমি, আমরা সবাই মিলে। ব্লগে কিছু শুদ্ধি অভিযানের প্রয়োজনিয়তা উপলব্ধি করছি। তাই আসুন সবাই মিলে নিক গুলো চিহ্নিত করে প্রতিদিন অন্তর বা প্রতি দুই/ তিন দিন অন্তর অন্তর অভোযোগ পাঠাই। এই কাজটি এলোমলো না করে একটি পোস্ট নির্দিষ্ট রাখা হোক যে পোস্টে সবাই এক এক করে চিহ্নিত নিক গুলোর নাম- ব্লগ লিংক এবং প্রমান উপস্থাপন করবে এবং দিন শেষে ঐ লিংকটি পাঠানো হবে কতৃপক্ষ বরাবর।
বিশেষ দৃষ্টি আকর্ষনঃ
দয়া করে কেউ বিরুদ্ধ মতের কারণে অযথা ট্যাগিং করবেন না। আমাদের রাজনৈতিক বিশ্বাস যেন কারো মত প্রকাশের বাঁধা হয়ে না দাঁড়ায়। আমরা শুধু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তিকে নির্মূল করতে চাই ব্লগ থেকে।
আসছে ব্লগ দিবস। ব্লগ দিবসের আগেই আসুন প্রতিহত করি অপশক্তিকে। আমরা ব্লগ ছেড়ে যাবোনা- অপশক্তি বাধ্য হবে ব্লগ ছেড়ে যেতে। আমাদের যুধবদ্ধ নিয়মতান্ত্রিক প্রতিবাদ চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




