মিনু
মুদ্দাকির
মাটি নিয়ে চর্চা তোমার,
পাথর নিয়েই ভাবো,
পাথুরে তোমার মনে,
আমি কি আর আসবো-যাবো?
আমার কাজ মানুষ নিয়ে,
মানুষ মাথায় ঘুরি,
নিত্য নতুন কত মানুষ,
তবু পুরনো সুড়সুড়ি ।
জানি তোমার গবেষণায়,
বালি পাথর আর নুড়ি,
দেখলাম আজ বহুদিন পরে!!
হয়ে যাচ্ছো বুড়ী!!!
ওহে আমার প্রিয় সুন্দরী।
জানি না সেদিন হয়েছিল কি?
কি যা-তা ! কি হাউ কাউ !
নষ্ট করেছি নাকি,
তোমার ভাইয়ের মাচার লাউ !
আমি করিনি দোষ,
‘রুমি’ সাক্ষী চাক্ষুষ,
তুমি জানো বাকি?
মাছ-মাংসে হয়েছি বড়,
বুদ্ধি ছিল বেশ,
আমি কি আর চেয়েছিলাম বলো,
তোমার আর আমার শেষ ??
যাক বেশ বেশ,
যাক বেশ বেশ,
ধন্যবাদ অশেষ,
ধন্যবাদ অশেষ,
তোমার ভাইকে দিও,
আমি দিইনি,
আমার বৌ দিয়েছে,
তুমিও শুভেচ্ছা নিও।
জানি জানো না,
খবর রাখনা,
পরপারে সেই ছোট্ট তিথি,
ভালো আছে কি
তোমার বোন, মিতি আর মিলি?
সাবধানে থেকো
কর্কট রোগ
ছাড়ছে না আজ কাউকে,
দুঃখ পাব যদি জানি,
কষ্টে আছো কোন ভাবে ।
কোন রাজার রানী তুমি ?
পুত্র কন্যা কজন ?
আমার ‘রুমিনের’ চারজন,
তোমার কি আর কম হবে ?
দুইয়ে মিলে, হলে বারো,
কি মজাই না হবে তবে?
বারটা থেকে মনে এলো,
জেনি-রুমির ব্যাপারটা কি হল ?
ওদের কেন হল ব্রেক ?
বোঝা উচিৎ ছিল,
পুরোটাই আগলি মিস্টেক !
ছোট ছিলাম,
বোকা ছিলাম,
আবেগী ছিলাম,
বুঝিনি কাহিনীতে ছিল স্যাবরটেজ,
জানি লাভ নাই,
আজ এত বছর পরে,
করে আর ভ্যাজ ভ্যাজ !
মাফ করে দিও, মিনু
নেই নাই কোন খোঁজ !!
ছিলনা অভিমানটা
খুব একটা সহজ ।
সম্পর্কটা তোমার আমার,
ছিল কি অসাধারণ, নিষ্পাপ ,
তুমিও পাঠাওনি আর কোনদিন,
কারো হাতে রঙ্গিন গোলাপ !?
একটাই কথা জানতে ইচ্ছে হয়,
আজ ভালো আছো কি?
আমি আর রুমিন অনেক ভালো আছি,
তুমি ভালো থাকো আরও বেশী।
জানি
দেখবে না হয়ত,
আমার এই ছড়া ।
মাটিতে নেমে মাফ চাইলাম,
এখন আর কি করা ?
আর যদি কোন দিন দেখো,
জেনে নিও,
মিলবেই তোমার আমার জিন,
কোন না কোন দিন,
হয়ত তোমায় আমায় দিয়ে নয়,
দিয়ে তোমার-আমার কোন অফ-স্প্রিং !
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০০