
ঢাকা শহরে বাড়ী খোঁজার সময় আমরা অনেকেই পত্রিকার পাতায় বাড়ী ভাড়ার বিজ্ঞাপন খুজিঁ, আবার নিজের বাড়ী ভাড়া দেবার সময় পত্রিকাতে ৪০০ টাকার ক্লাসিফাইড বিজ্ঞাপন দেই, ঘটক পাখি ভাই তো বিখ্যাত হবার পথে এই ক্লাসিফাইড বিজ্ঞাপনকে বহুল মাত্রায় ব্যবহার করেছেন। দু:খের ব্যাপার হলো এই ৪০০ টাকার বিজ্ঞাপন দেয়ার জন্য আপনাকে ১০০ টাকার গাড়ীভাড়া এবং প্রায় ৩ ঘন্টার মতো সময় ব্যয় করতে হবে ঢাকা শহরে। এতো ভূমিকা করলাম কারন এই যন্ত্রনা কমিয়ে দেয়া এবং আরো অনেক সুবিধা সহ ক্রেগলিস্টের জন্ম হয় ১৯৯৫ সালে আমেরিকাতে। এর এক বছর পর এটি ওয়েব বেসড সার্ভিস হিসাবে বাজারে আসে। এখন এই ক্রেগলিস্ট সাইটের মাসিক পেজ ভিউ ২০ বিলিয়ন পেজ
প্রতি মাসে এই সাইটে মাসিক ৮০ মিলিয়ন নতুন এড যুক্ত হয়। প্রতি মাসে এই সাইটে ২ মিলিয়ন নতুন জব এর বিজ্ঞাপন যুক্ত হয়

সাইটি ২০০৪ সালে ১০ মিলিয়ন ডলার, ২০০৫ সালে ২০ মিলিয়ন ডলার, ২০০৬ সালে ২৫ মিলিয়ন ডলার, ২০০৭ সালে ১৫০ মিলিয়ন ডলার আয় করে বলে ধারনা করা হয়। সাইটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ক্রেগ নিউমার্ক, তার সাথে ইবে রয়েছে ২৫% শেয়ার নিয়ে।
বাংলাদেশে ক্লাসিফাইড সাইট রয়েছে বলে শুনেছি কিন্তু বাংলাদেশে কি ক্রেগলিস্ট রয়েছে?
তথ্যসূত্র