যুদ্ধ না দেখে, না শুনে বেড়ে ওঠা মানুষদের ভিড়ে আমিও একজন। আজকের এই দিনে হঠাৎ আকাশ চুপ করে গিয়েছিলো, বাতাসে আবারও ভাসছিলো জয়ধ্বনি, এত মৃতু্যর পর হু হু শীতের বাতাসে মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবছিলো জীবনের সৌন্দর্যের কথা, লাশ আর বারুদের গন্ধে ভারি চারদিকে কান্নামাখা আনন্দের হুল্লোড় মাটি থেকে উড়িয়ে দিচ্ছিলো অনেক শকুনকে। এই দিনটি আমার দেখা হয়নি বলে আমি আমৃতু্য অনুতপ্ত থেকে যেতে পারি, অথবা অপেক্ষা করতে পারি মহত্তর বিজয়ের জন্য।
বাংলাদেশের অমানুষদের কথা আমি আজ ভাববো না। ভাববো বাংলাদেশের মানুষদের কথা, যাদের আমি সবসময় পাশে পাই, যাদের জন্য আমি বিজয়ী, বিজয়ীদের একজন।
বাংলাদেশের মানুষ, আমার ভালোবাসা জানবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


