জুবায়ের চৌধুরী
কত দুরে গেলে পরে দুর বলা যায়।
কত দীর্ঘ সময় গেলে প্রতিক্ষীত হয়
শুধু ভালবাসা , ভালবাসি বলে কত থাকা যায়? |
মন মানসে শুধু তুমি এবং তোমার অস্তিত্ব বলে'
স্বকীয়তা হারালে, বাকি নেই কিছু , নিদ্রাহীন দু'চোখ
তুমি তুমার রাজ্যে একাকী, আনমনা, নিজের পাহারায় |
আমরা শব্দ 'বাসী' ,কখনও যদি দুরত্ব গুছে ,যদি কখনও
আমরা 'বাসি' উত্তর হয়
জীবন নদ চলছে অবিরাম কীনকায় সেই আশায় ||
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১১ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




