এই প্রবাদটি কমবেশী সবাই জানি, কিন্তু মানি কয়জনে? সাধারন নাগরিক থেকে সরকার পরযন্ত সবাই আমরা আাইন না মানার প্রযোগিতায় লিপ্ত।
কিন্তু কেনো, এ যেনো আরেক প্রবাদমতে মগের মুলুক! পুলিশ আইন মানেনা, ঘুষ খায়, ঘুষ আদায় করে, লেমন পঙ্গু হয় কিন্তু তাকে নিয়ে চলে নানা খেলা। আইন চলেনা আইনমতে এখানে। পুলিশের আইন আছে পিআরবি নামক আইনে কিন্ত সেই আইনে পুলিশ চলেনা সবসময়।
পুলিশের কোনো বিধানে নেই যে, গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রকাশ করানো যায়। তবে এটা আছে আইনে যে, ম্যাজিষ্ট্রেটের সামনে ছাড়া পুলিশের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী সাক্ষ্য হিসেবে আইনে সমর্থন ও গ্রণযোগ্য হবেনা। তবু এমন করছে কেনো পুলিশ? করছে বেআইনীভাবে এবং সরকারের পক্ষে তেল দিতে।
আর আমরাও আইন না জেনে এসব উদ্দেশ্যমূলক কাজ দেখে বাহবা দিই।
ট্রাফিক আইন, পরিবেশ আইন, মৎস্য আাইন কিছুই কি আময়া মানি? সরকার কি তা পারেনা মানাতে! পারে কিন্তু সবক্ষেত্রে তা মানাতে যায়না, কেনোইবা যায়না? সেটাও আমরা জানি। নিজের স্বার্থ থাকলে সরকার খুব এ্ক্টিভ আর না থাকলে ইনাক্টিভ!
যাহোক, এসব আইন আমাদের জানা দরকার। এমন মজার ও সমৃদ্ধ একটি আইনের সাইট আমি পেয়েছি--যেখান থেকে আপনারা খুব উপকৃত হতে পারবেন। লিঙ্ক শেয়ার করলাম-- এখানে ক্লিক
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



