গণভবন এলাকা, ৩২ নম্বর, মন্ত্রীপাড়াসহ বিভিন্ন এলাকায় নাকি সার্বক্ষণিক বিদ্যুত থাকে; কখনোই যায়না।
অথচ মোহাম্মদপুর এলাকায় ৫ মিনিট পর পর বিদ্যুত যাবার ইতিহাস আছে। তবে মাঝে মাঝে সারাদিন বা কয়েক ঘন্টার জন্য বিদ্যুত থাকবেনা বলে ডিপিডিসি মাইকিং করে জানিয়ে দেয়, এটা অবশ্য ধন্যবাদযোগ্য।
কিন্তু গতকাল সন্ধ্যে ৭:১৫ মিনিটে সেই যে বিদ্যুৎ গেলো ২, ৩, ৪ ঘণ্টায়ও আর আসেনা। পুরো মোহাম্মদপুর চরম অন্ধকারে! কী আশ্চর্য ডিপিডিস তাদের ফোন ও মোবাইল নম্বর পর্যন্ত সব বন্ধ করে রেখেছিল। হাজার হাজার মানুষ আমরা ফোন করেও সাড়া পাইনি বা জানতে পাইনি এমন কুকাণ্ডের কারণ কী?
বাচ্চাদের পরীক্ষার পড়া না হয় বাদই গেলো, কিন্তু টানা ৫ ঘন্টা বৃদ্ধ আর শিশুদের কী হাল হয়েছে--তাকি ভাবতে পারেন? আর এমন ফাজলামীর পর ফোন বন্ধ করে রাখার ব্যাখ্যাই বা কী আছে এই ডিজিটালীয় সরকারের কাছে!!
বিদ্যুতের দাম বাড়াবেন দফায় দফায় কিন্তু ঘোষণা ছাড়াই এমন শয়তানীর তো কারণ দেখিনে।
মোহাম্মদপুর হচ্ছে--- হাসোপাতাল জোন, এখানে শত শত হাসপাতাল ও ক্লিনিক, তবে রোগীদের কী অবস্থা হলো সেটা কি ভাবল সরকার? কেউ হয়তো বলবেন, সরকারের কী দোষ-- এটা বিদ্যুত বিভাগের কাজ?? ঠিক কথা, কিন্তু এরা কি সরকারের বাইরের কেউ এবং সরকারী বেতনভূক নয়, তবে এদের শাস্তিতো সরকারকেই দিতে হবে নাকি? জনগণের জন্যই তো সরকার আর সরকারের নির্দেশ ছাড়া বিদ্যুতের কেউ বিদ্যুত নিয়ে খেললে বা সরকারের দুর্নাম করলে সরকার বসেই বা থাকবে কেনো??
যাক, পরে রাত ১২:১৫ মিনিটেই এলো বিদ্যুত অথচ মনে হলো যেন নিত্যদিনের সেই ২ ঘন্টার লোডশেডিং, যা গতকাল ৭:১৫ থেকে ১২:১৫ পর্যন্ত ৫ ঘন্টার নতুন নিয়ম মেনে চলেছে? আমার তাই মনে হল আরকি??
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



