যদি এমন হয়....
একদিন সকালবেলা উঠে দেখলেন, ফেসবুক নেই! বন্ধুদের ফোন করার জন্য সেলফোন হাতে নিয়ে দেখলেন ফোনেও নেটওয়ার্ক নেই!
ইতিউতি করে টিভি অন করে দেখলেন ব্রেকিং নিউজ...
* "ফেসবুক কতৃপক্ষ চিরদিনের জন্য ফেসবুক বন্ধ করে দিয়েছে"!
* "এখন থেকে আর সেলফোন সার্ভিস থাকবেনা"!!
কী করবেন তখন?
ঢাকার রাস্তায় মিছিল করলেন "জাকারবার্গের ফাঁসি চাই".....কিন্তু ফেসবুক আর ফিরে এলো না।
তাহলে কবিতা, গদ্য, প্রবন্ধ, প্রতিবাদ, মিছিল, সেফুদা, রোদ্দুর রায়, সেলফি, খিস্তি খেউড়, তাহেরি হুজুর, মৃণাল কান্তি, উগ্র হিন্দুত্ব, মোদির ভাই, কাউয়া, 'আমার মা, বন্দী থাকতে দেবোনা', লুংগী গামছা বেচা, চিনি দিয়ে বানানো সুন্দরবনের খাটি মধু, যাত্রাবাড়ীতে তৈরী যশোরের জামতলার রসগোল্লা, ইলিশ পাংগাস, পাঁচমিশালি, শুটকি বেচা সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে!
ভাবতেই পারছি না।
এই যে এত বিরতিহীন বিতর্ক, কাব্য, সংস্কৃতি, অকারণ গালাগালি খিস্তি, ভালোবাসা, আপু, বুন্নু, দাদাভাই, শুভ সকাল, পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়ার ছবি, সকালের গোলাপ, রাতের আকাশ... এসব কোথায় যাবে?
...... সবাইকে চলে যেতে হবে আগের যুগে। লেখা লিখে জমিয়ে রাখা, পত্রিকা -লিটল ম্যাগাজিনে পাঠিয়ে মাসের পর মাস অপেক্ষা, বই বেরোলে মুখে মুখে মানুষের কাছে যতটা ছড়ায়, পাঠকের উপর ভরসা রাখা, ফেসবুকে যার পাঁচ হাজার বন্ধু আর হাজার হাজার ফলোয়ার্স ছিলো তিনি খুঁজে খুঁজেও পনেরোজন বন্ধু পাচ্ছেন না!
অথবা, এমন একটা পৃথিবী এলো, যেখানে গুগল পর্যন্ত নেই। হতেই তো পারে, গুগল বা ফেসবুক তো আর মহাকাল নয়। অবিনশ্বর নয়। মুছে যেতেই পারে!
সেদিন?
কী আর করা!
সকাল বেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে হাটে, বাজারে যেয়ে দেখেশুনে দরদাম করে কেনা....
আহ কী সুন্দর অনুভূতি!
(দুই বছর আগে লিখেছিলাম....)
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



