কথায় কথায় ধর্মকে গালি ও উপহাস করবেন না.........
ধর্মীয় উগ্রবাদ ও সংখ্যালঘুদের উপর অনাকাংখিত হামলার জন্য যে কোন ধর্মকে গালাগালি করা বা ধর্মকে দোষারোপ করা বন্ধ করুন।
১। মুসলমানদের মধ্যে একদল বিপথগামী, উগ্র চিন্তার জঙ্গী ও সন্ত্রাসী দেশে দেশে আত্মঘাতি বোমা হামলাসহ মানুষ হত্যা, অন্য ধর্মের মানুষের উপর আক্রমন করছে ও করে আসছে। এর জন্য তারা ও তাদের দোসররা দায়ী। পুরো মুসলিম জাতি ও ইসলাম ধর্ম দায়ী নয়। ইসলাম তার নাম নিয়ে কোথায়ও কোন দেশে আগ্রাসন চালাচ্ছে না, ইসলাম কায়েম করার জন্য মক্কা থেকে ফতোয়া দিয়ে কাউকে হত্যা করছে না। ইতিহাসে ইসলাম কোন গণহত্যা চালানোর ইন্ধন দেয়নি। কতিপয় পথভ্রষ্ট মুসলমানের জন্য ইসলামের বিরুদ্ধে ঢালাও মন্তব্য ও উস্কানি প্রদান বন্ধ করুন। তালিবান মানেই ইসলাম নয়, তাদের বা কারো কাজের জন্য ইসলামকে গালি দেয়া মানা যায় না।
২। হিন্দুদের মধ্যে উগ্রবাদী ও জঙ্গী মনোভাবাপন্ন বহু মানুষ আছে। তারা প্রতিবেশি একটি দেশে মুসলমান ও খৃষ্টানদের উপর অনেক অন্যায়, অত্যাচার করছে। কিন্তু এর জন্য হিন্দু ধর্মকে কেউ দোষারোপ করবেন না। হিন্দু ধর্ম কোন দেশে আগ্রাসন চালিয়ে ধর্ম প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করেনি।
৩। জুডাইজম ও জায়নিজম দু’টি আলাদা জিনিস। ইহুদীরাও আল্লাহ’র রাসুলের উম্মত। তাদের বেশিরভাগই অত্যন্ত ধর্মভীরু। লন্ডনসহ বহু নগরীতের তারা ফিলিস্তিনীদের সমর্থনে ও জায়নিজমের বিরুদ্ধে মিছিল করেন। তাই উগ্রবাদী জায়নিজমের জন্য ইহুদী ধর্মকে গালি দিবেন না।
৪। ক্রসেডের পর কখনো খৃষ্টান ও মুসলমান ধর্মকে নিয়ে বা ভিত্তি করে যুদ্ধ করেনি। খৃষ্টানরাও ধর্মকে কেন্দ্র করে কোন যুদ্ধ করছে না। যদিও তাদের মধ্যে বহু উগ্রবাদীর জন্ম হয়েছে। ইউরোপ, আমেরিকায় এরা এখন শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু এর জন্য ঈসা নবীর অনুসারী পুরো খৃস্টান জাতি দায়ি নয়। খৃষ্টান ধর্ম দায়ী নয়।
৪। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে ধর্ম বিরোধী কমিউনিস্টরা। তৎকালীন সোভিয়েত রাশিয়াতে লেলিন, স্ট্যালিন প্রায় পাঁচ কোটি মানুষ হত্যা করেন। নিরীহ নাগরিকদের যেকোন ছুতোতে সাইবেরিয়া পাঠিয়ে প্রচন্ড ঠান্ডায় মেরে ফেলা হয়, শ্রম শিবিরে কাজ করানো হয় অর্ধবেলা খাইয়ে। রাশিয়া পোল্যান্ডেও কাতিন হত্যাকান্ড ঘটায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কেজিবি’র উত্তরসুরী এনকেভিডি কথায় কথায় রাষ্ট্রীয় নিরাপত্তার নামে লাখ লাখ মানুষকে স্রেফ গুলি করে মেরেছে। শত শত মাইল হাটিয়ে নিয়ে গিয়ে হত্যা করেছে শিশু, বৃদ্ধ, নারীদের। স্ট্যালিনের গদি ঠিক রাখার জন্য তাতার, কসাক জাতির লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করা হয়নি, তাদের পরিবারকে বিচ্ছিন্ন করেছে। পিতাকে দেশের এক কোনে, মা’কে আরেক জায়গায়, শিশু সন্তানকে অন্য স্থানে নিয়ে ছড়িয়ে দিয়েছে। এভাবে কোটি কোটি পরিবার তাদের নিকটাত্মীয়দের আর কখনো খুঁজে পায়নি। এই সোভিয়েতরা কোন ধর্ম মানতো না। তারা ছিল সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। এদের কথা কি কেউ উল্লেখ করে নাস্তিকদের ঢালাওভাবে দোষারোপ করছে?
না। কারন, নাস্তিকদের সবাই খারাপ নয়।
৫। চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের পর প্রায় চার কোটি মানুষ হত্যা করা হয়েছে সমাজতন্ত্রের নামে। কই কেউ তো তাদের টিকিটিও ছিড়ছে না।
তাই কথায় কথায় ধর্মকে (যে কোন ধর্ম) দোষারোপ করা বন্ধ করুন। উস্কানি দেয়া প্রতিহত করুন। হুজুগ সৃষ্টি পরিহার করুন।
বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্নঃ
প্রথম বিশ্বযুদ্ধ শুরু কে করেছে?
তারা কি মুসলিম ছিলো?
কে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে?
তারা কি মুসলিম ছিলো?
জাপানে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা কারা করেছিলো?
তারা কি মুসলিম ছিলো?
ইতিহাসে সর্বোচ্চ মানব হত্যাকারী:
১। হিটলার, একজন অমুসলিম । ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে জঙ্গি বলেনি সে খৃষ্টান টেররিস্ট।
২। জোসেফ স্ট্যালিন একজন অমুসলিম। সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪. ৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান টেররিস্ট।
৩। মাও সেতুং একজন অমুসলিম। ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ টেররিস্ট।
৪। মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে! অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান টেররিস্ট।
৫। অশোকা (কালিঙ্গা বেটল) ১ লাখ মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টেররিস্ট।
৬। আর জজ বুশ ইরাকে, আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান টেররিস্ট।
৭। অংসং সুচির মায়ানমার এখনো প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষণ, লুটপাট, উচ্ছেদ করছে ! তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা টেরোরিস্ট।
৮। যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড-ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?
৯। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?
১০। যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল। যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম?
ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে নন মুসলিমরা আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে। অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত।
অথচ বলা হয় ইসলাম এবং মুসলমানরা পৃথিবীতে সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণ।
সন্ত্রাসবাদ বা জঙ্গীবাদের সূচনা মুসলিমদের দ্বারা হয়নি অথচ সংজ্ঞায়িত করা হচ্ছে ।
এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিলনা।
যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, নির্যাতন করে, খুন করে তখন এটাকে বলা হয় অপরাধ আর মুসলিমরা করলে সন্ত্রাস।
আর যখন কোন মুসলিম হাজার নির্যাতনের শিকার হয়ে একবার প্রতিবাদ করে তখন এটাকে বলা হয় মৌলবাদ, জঙ্গী
(তথ্যসূত্রঃ সোস্যাল মিডিয়া থেকে)
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




