উদ্বেলতার মধ্যেও এক অযুত গভীরতা থাক,
স্থৈর্য্যের মধ্যেও চকিত চাহনির চঞ্চলতা থাক।
অবজ্ঞার মধ্যেও কৃতজ্ঞতার আভাস থাক,
প্রজ্ঞার মধ্যেও কিছু ভারহীন অজ্ঞানতা থাক।
জানার মধ্যেও কিছু সুখকর ভ্রান্তি থাক,
বাস্তবের মধ্যেও কিছু সত্যের অপলাপ থাক।
বিবর্ণতার মধ্যেও বিবর্তনের কিছু রঙীন ফানুস থাক, উজ্জ্বলতার মধ্যেও কিছু অন্ধকারের আবছা থাক। উন্মাদনার মধ্যে ও কিছু নিরুদ্বেগ অটলতা থাক, নির্জনতার মধ্যেও কিছু নিজস্ব কোলাহল থাক। প্রশস্তির মধ্যেও কিছু প্রতিবাদের হলাহল থাক, প্রতারণার মধ্যেও কিছু বিশ্বাসের স্বপ্ন বীজ থাক। স্মৃতির মধ্যেও কিছু বিস্মৃতির ধূসরতা থাক,
শান্তির মধ্যেও কিছু অস্থিরতার নোনা জল থাক।
....শুধু মানুষে মানুষে থাক ছলকপটহীন প্রতিহিংসা ও প্রতারণাবর্জিত পারিপাট্যহীন নিবিড় বন্ধুত্বের এক দৃঢ়প্রত্যয়ী সেতুর অটুট আধার যা অবিশ্বাসের আঁধারকে অপসৃত করে চলবে অনন্তকাল।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




