শিক্ষা.....
শহুরে বিপুল ধনাঢ্য বাবা তার কিশোর ছেলেকে নিয়ে কয়েক দিনের জন্য গ্রামে বেড়াতে গেলেন। গ্রামের মানুষগুলো কতটা গরীব হতে পারে এবং গরীব লোকদের জীবনযাত্রা কেমন নোংরা হতে পারে ছেলেকে তা দেখানোর জন্য তিনি অনেক গ্রামের বাড়ি ঘুরে বেড়ালেন।
শহরে নিজ বাড়িতে ফিরে ছেলেকে বাবা প্রশ্ন করলেনঃ
-'দেখলে ওরা কত গরীব? ওদের জীবন প্রনালী দেখে কি শিখলে আমাকে বল'।
কিশোর ছেলে উত্তর দেয়-
-"আমাদের একটা কুকুর আছে, ওদের তিনটা কুকুর আছে।
আমাদের গোসলের জন্য সুইমিং পুল আছে, ওদের পুকুর আর নদী আছে। রাতের অন্ধকার আলোকিত করতে আমাদের হাজার টাকার ঝাড়বাতি আছে, ওদের আছে চাঁদের আলো আর আকাশ ভরা তারা।
আমরা সব খাবার কিনে খাই, ওরা নিজেদের খাবার নিজেরাই উৎপন্ন/তৈরি করে খায়। আমাদের নিত্যকার সব কাজ আমাদের মেড সার্ভেন্ট করে দেয়, ওরা ওদের সব কাজ নিজেরাই করে। আমাদের খাবারটা পর্যন্ত কাজের লোক রান্না করে টেবিলে সাজিয়ে দেয়, আমরা খেয়ে চলে যাই। ওরা ওদের মায়ের হাতের রান্না পরিবারের সবাই মিলে খায়।
আমাদের নিরাপত্তার জন্য উচু পাচিল আর সিকিউরিটি গার্ড, কুকুর আছে। ওদের আছে প্রাকৃতিক আলো বাতাস, বন্ধু-বান্ধব, গ্রামবাসী সবাই। আমরা আমাদের প্রতিবেশীদের দুরের কথা, নিজেদের বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদেরও চিনিনা, জানিনা কিন্তু গ্রামের সবাই সবাইকে চেনে জানে এবং একতাবদ্ধ হয়ে মিলেমিশে বাস করে। আমাদের শিক্ষার জন্য আছে দামী ইংরেজি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়। ওদের আছে প্রকৃতি।
জ্ঞানের জন্য আমাদের আছে এনসাইক্লোপিডিয়া,ইন্টারনেট।
ওদের আছে প্রকৃতি, মুরব্বি, মক্তব, পাঠশালা, কোরআন, বাইবেল, গীতা, উপনিশদ।"
কিছুক্ষণের জন্য ছেলেটি চুপ থেকে বাবাকে বলে-
"Thank you so much Dad for showing us how poor we really are. God made villages and man made City's. God's creations is very beautiful. I want to stay in the village. Let's go back to nature".
(হোকনা বিষয়টা আমার কল্পনাসৃষ্ট, তবুও সুন্দর ও সত্য)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



