"চলচ্চিত্রের আয়না" এবং লেখক অভিনেত্রী শিক্ষাবিদ প্রফেসর Flora Sarker ......
একইসাথে বহু গুণে গুণান্বিত হওয়া খুব সহজ নয় কিন্তু হওয়া সম্ভব তার প্রমাণ আমাদের অত্যন্ত প্রিয় বোন, বন্ধু স্বজন ফ্লোরা সরকার। তিনি মেধাবী ছাত্রী, কীর্তি অভিনেত্রী, আবৃত্তিকার, কবি, লেখক এবং অর্থনীতির প্রফেসর হিসেবে বছর দুই আগে অবসর নিয়েছেন। টেলিভিশন, সিনেমা এবং রেডিও নাটকে অভিনয় করেন সেই শিশুকাল থেকেই। তার অভিনয় স্বত্বা উত্তরাধিকার সূত্রেই। তিনি প্রয়াত শক্তিমান অভিনেতা, লেখক সর্বজন শ্রদ্ধেয় ওবায়দুল হক সরকার সাহেবের মেয়ে। কবি লেখক হওয়াটা দুর্লভ ও দুরূহ ব্যাপার। সেই দুর্লভ ও দুরূহ ব্যাপারটাও স্বীকৃত করেছেন এবারের একুশের বই মেলায় তার প্রথম বই "চলচিত্রের আয়না" প্রকাশ করে। আর এতো এতো গুণে গুণান্বিত কেউ যখন চলচ্চিত্র নিয়ে বই লেখেন, তখন তা কোন মানের হতে পারে তা সহজেই অনুমেয়। বইটিতে তার লেখা ২০ টি চলচ্চিত্রবিষয়ক ব্যক্তিগত বোধ, উপলব্ধি অত্যন্ত সাবলীল ভাবে তুলে ধরেছেন। বইটিতে লেখক নিজের হাতে একটা অটোগ্রাফ, খামের উপর আমার নাম ঠিকানা লিখে আমার বাড়িতে পাঠিয়ে আমাকে সম্মানিত করেছেন!

আমরা যারা বই পড়ি তাদের কমন একটা বিষয় হলো- অনেক বই শুরুতে পড়তে বেশ কাঠখোট্টা মনে হয়, তারপর ভালো লাগতে শুরু করে..... কিন্তু 'চলচ্চিত্রের আয়না' বইয়ের 'ভূমিকা' পড়া শুরু থেকেই শেষ পর্যন্ত মুগ্ধতার জন্য যথেষ্ট উপাদান এতে বিদ্যমান। চলচ্চিত্র নিয়ে দেশ বিদেশের অনেক বই আমি পড়েছি। তবে আমাদের দেশে চলচ্চিত্র নিয়ে আর কেউ এত সুন্দর, স্পষ্ট ও গুছিয়ে উপস্থাপন করতে পেরেছেন কি না আমার জানা নাই। আর আপনি যদি একজন চলচ্চিত্র প্রেমী হন তাহলে নিশ্চিত করেই বলতে পারি, ফ্লোরা সরকার এর 'চলচ্চিত্রের আয়না' সিনেমা নিয়ে সচেতনতা, বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গী এবং দূরদর্শিতা এই প্রেমে নতুন মাত্রা যোগ করবে! বিষয় চলচ্চিত্র এর ফ্লোরা সরকার যে কতটা বিস্তৃত এবং গভীর জ্ঞানসম্পন্ন তা প্রকাশের ভাষা আমার নেই। তা জানার জন্য এই বইয়ের দারস্থ হওয়াই শ্রেষ্ঠ পন্থা বলে আমি মনে করি। সিনেমা বুঝার জন্যে সেরা একটা বই!
এক কথায় অসাধারণ। একজন মাস্টার ফিল্মমেকারের সিনেমা নিয়ে যে কত গভীর জ্ঞান এ সূক্ষ অনুভূতি রয়েছে তা এই বইয়ের প্রবন্ধ পড়লেই বোঝা যায়। চলচ্চিত্র আমার জ্ঞান যে কত্ত সীমাবদ্ধ, বইটা পড়তে গিয়ে হাড়ে হাড়ে টের পেলাম।

চলচ্চিত্রের ছাত্র আমি নই। একনিষ্ঠ দর্শক বলেও দাবি করবার মত দুঃসাহস দেখাতে পারিনা। ভালবাসা সিনেমা দেখতে। এ কথা অনস্বীকার্য। কিন্তু যখন ফ্লোরা সরকার লিখতে বসেন তাঁর সিনেমা ভাবনা-র কথা, তখন আমাদের মত সাধারণ পাঠকদের মন্ত্রমুগ্ধের মত গোগ্রাসে গিলে যাওয়া ছাড়া কিছু করবার থাকে না।
এই বইটা আমার এই প্রথম বার পড়া নয়, শেষ বার-ও যে নয়, সে কথাও জোর দিয়েই বলতে পারি। যত বার পড়ব, তত বার কিছু নতুন শেখা আর নতুন করে সিনেমা বুঝতে শেখা হবে।
সংক্ষেপে বলতে গেলে "চলচ্চিত্রের আয়না" এই বইয়ের ভেতর আপনি পাচ্ছেন কুড়িটা সিনেমার রিভিউ, যেগুলোতে মূল সিনেমার প্রধান প্রধান অংশের আমেজ ভালোভাবেই উঠে এসেছে। বইয়ের সূচিপত্র অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের শিরোনাম পড়লেই পাঠক বুঝতে পারবেন বিষয়বস্তুঃ-
(১) সিক্রেট ব্যালট'- নির্বাচন কি মানুষের অধিকার আদায়ের পদ্ধতি নাকি আত্মসাতের কৌশল?
(২) রাজনৈতিক সিনেমা।
(৩) ক্ষমতা ও ন্যায়বিচার দক্ষিণ আফ্রিকার নির্মাতা টনি ক্র্যাভিটজ এর প্রমাণ্য চিত্র - 'দ্যা টল ম্যান'।
(৪) শাসক বনাম স্বৈরশাসক
(৫) স্বাধীনতা সংগ্রামের নায়ক যখন সন্ত্রাসী হয়ে ওঠে 'লায়ন অফ দ্য ডেজার্ট'।
(৬) ক্যাপিটালিজম এ লাভ স্টোরি ও মাইকেল মুর।
(৭) সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত বানিজ্যিক যুদ্ধের ছবি 'ফারেনহাইট ৯/১১'।
(৮) বাংলাদেশের ষাট দশকের বাংলা চলচ্চিত্র।
(৯) সাম্প্রদায়িক দাংগার কোলাজ- 'ফিরাক'।
(১০) 'হোটেল রুয়ান্ডা'- জাতিবিদ্বেষের এক ঐতিহাসিক দলিল।
(১১) অপরাধ স্বীকার, ক্ষমা ও স্বাধীনতার কোলাজ 'কিনিয়ারওয়ান্ডা'।
(১২) 'চিল্ডড্রেন অফ ওয়ার' হিন্দুস্তানি মুক্তি যুদ্ধের কাহিনী।
(১৩) 'ট্রেন টু পাকিস্তান' যেখানে জনতাই নায়ক।
(১৪) দাসত্বের ভূত যখন তাড়া করে বেড়ায়।
(১৫) নিদ্রাহীন টাকার গল্প 'ওয়ালস্ট্রিট'।
(১৬) অর্থগৃধ্নুতার বৈধতার ছবি 'ওয়ালস্ট্রিট-২'
(১৭) পুঁজি তান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মেটাফোরিকাল সিনেমা 'প্যারাসাইট'।
(১৮) ব্যানস্কি- রাস্তাই যার ক্যানভাস।
(১৯) উইকিলিক্স' গোপনীয়তার চৌর্যবৃত্তি নয় সত্য প্রকাশের বৃত্তি।
(২০) বিশ্ব চলচ্চিত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন।
আমার মতো চলচ্চিত্রের (বিশেষত বিশ্ব চলচ্চিত্রের) অত্যল্প জ্ঞান নিয়ে সিনেমা-বিষয়ক কোনো লেখা বই প্রসঙ্গে কলম ধরাকে ধৃষ্টতা বললে ভুল বলা হয়না। তাই অনর্থক বিশ্লেষণধর্মী না ভেবে এই লেখাটাকে এক মুগ্ধ পাঠকের স্বগত স্বীকারোক্তি ভাবলে বাধিত হবো।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



