একেই বলে উন্নয়ন.......
সত্তুর দশকে বিটিভিতে জনপ্রিয় ওয়েস্টার্ন ইংরেজি সিরিয়াল ছিলো 'দ্যা সিক্স মিলিয়ন ডলার ম্যান'- যা এখনো চোখের সামনে ভাসে। সেই সিরিয়াল দেখে শুধু 'সিক্স মিলিয়ন ডলার' চিন্তা করেই কতশত রাত কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছি....
অথচ এখন তৃতীয় বিশ্বের একটা দরিদ্র পীড়িত দেশে মাত্র একযুগ আগেও কোথাকার কোন ফহিন্নীর পুত, নৌদ্দাছৌদ্দার পুতেরাও চোখের সামনে কতো সহজে "৬৮০ মিলিয়ন ইউরো", "সাড়ে পাঁচ হাজার কোটি টাকা", "সাড়ে তিন হাজার কোটি টাকা" কিম্বা "দুই হাজার কোটি টাকা"র মালিক হয়ে গিয়েছে! আমরা এখন সেই 'সিক্স মিলিয়ন ডলার ম্যান' কে বাড়ির কাজের লোক হিসেবেও রাখিনা.....
উন্নয়ন শুধু মিলিয়ন মিলিয়ন ইউরো/ডলারেই থেমে থাকেনি। উন্নয়ন দেশ ছেড়ে চলে গিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার সুইস ব্যাংকে। আমেরিকা, লন্ডন, কানাডা, সিংগাপুর, দুবাই, মালেশিয়ার বেগম পাড়ায়। চাপা আর চোপায় তো ইতিমধ্যেই রোল মডেল!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



