সম্পর্ক
কিছু সম্পর্ক অন্ধকারের মতো৷ আলো দেখলেই ভয় পায় ৷ প্রতিটি মানুষের একটি অন্ধকার জায়গা আছে৷ এই অন্ধকার জায়গাটায় সে কম যায়- কিন্তু না গিয়ে পারে না৷ আলোতে যখন সে নিতান্তই নিরাশ্রয় হয়ে ওঠে- তখন সে অন্ধকার ঘরটার দরজা খুলে অদৃশ্য হয়ে যায় ভেতরে৷ যারা বলে তার এমন কোনো অন্ধকার ঘর নেই- হয় সে মিথ্যে কথা বলে- অথবা সে সত্যিই আশ্রয়হীন৷
হাতচাপা দিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এমন কিছু সম্পর্ক আসলে কুলুঙ্গীতে তুলে রাখা লক্ষ্মীঝাঁপির কড়ির মতো- বানভাসির খড়কুটো৷ এই সম্পর্কগুলো রাত্রির মতো- কোলাহলহীন বিশ্রামের বিছানা৷ এই সম্পর্কগুলো শুকিয়ে যাওয়া নদীর দাগের মতো নিথর- কিন্তু একটা অদ্ভুত স্রোত বয়ে যায় নুড়িপাথরের অনেক নীচে৷
অন্ধকারের মধ্যে লুকিয়ে রাখা এই সম্পর্কে থাকে ত্যাগের কৃচ্ছ্রসাধন যা নিজেকে বঞ্চিত করে মানুষের আলোর সম্পর্কগুলোকে দীর্ঘায়ু দেয়- তা নাহলে লোক দেখানো অনেক ইমারতী দেওয়াল ভেঙে পড়তো যখন তখন৷ অথচ এই আত্মবঞ্চিত সম্পর্কগুলো চিরকালই সতর্কতার হাতচাপায় ঢাকা থাকতে ভালোবাসে৷ আমরা দু:খ পেলে- আমরা নিরাশ্রয় হলে- এই সম্পর্কগুলো অন্ধকারের গর্ভগৃহ থেকে ফিসফিসিয়ে ডাকে- এসো হাত বুলিয়ে দিই৷ এই সম্পর্কের নাম- অন্ধকার৷ এই অন্ধকারের নাম- আলো৷
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




