জীবনকে চিনতে হলে....
ভোগবাদীতার সুখের এ সংসার হলো ক্ষনিকের মায়া মোহের এক জটিল কারাগার। এখানে মুক্তি নেই, যুক্তি কম, আর চুক্তি পদে পদে। এখানে প্রেম আছে সত্য, কিন্তু তা সীমাহীন নয়। এখানে বিশ্বাস আছে, কিন্তু তা নিশ্ছিদ্র নয়। এখানে ত্যাগ আছে, তাও নিঃশর্ত নয়। এখানে ক্ষমা আছে ঠিকই, কিন্তু সেও নিঃস্বার্থ নয়।
এই লিখিত অলিখিত চুক্তির কারাগারে কেউ ভালো নেই, ভালো থাকতে পারে না। সবাই বিভিন্ন ভাবে ভালো থাকার এক অসাধারণ অভিনয় করে মাত্র।
তুমি কারো দেওয়া কষ্টে কষ্ট পেয়ে কেঁদেছো? আর কেঁদো না একান্তে।
হে প্রিয় নতুন; চলে যাও নদীর কিনারে,
পর্বতের পাদদেশে, সমুদ্র সৈকতে,
সবুজ ক্ষেতের আলে, ঝর্ণার ধারে, অনেক বৃক্ষ মাঝারে একান্ত নিভৃতে।
জীবনের এ অনির্দিষ্ট যাত্রাপথে তোমরা নতুন করে জীবনকে আবিস্কার করবে। জীবনের কত অজানা অচেনা রূপ রং আর রসের সাথে পরিচিত হবে। এ জীবনে তোমরা জীবনের সেই সত্যের অনুধাবন করতে সামর্থ্য হবে, যা ওই ভোগের কারাগারের জীবন তোমাদেরকে আড়াল করে আছে কিছু সস্তা আদিখ্যেতা পূর্বক নানান কায়দায়।
কিন্তু হ্যাঁ, এ পথে নিরাসক্ত হয়ে সবকিছু উপভোগ করতে হবে। ভোগের বাসনা ত্যাগ করতে হবে। জীবনের মায়া ত্যাগ করতে হবে। এখানে রোদ্দুর, অঝোর বৃষ্টি, প্রচন্ড গরম, ঠান্ডা, কাদা রাস্তা, ক্ষুধার জ্বালা সবকিছুর মধ্যেই জীবনের সত্য অনুভব করতে হবে।
(আমি কোনো অনুকরণীয় মানুষ নই, কাজেই আমার ডাকে কাউকে আসতে হবে না, আমি আমার উপলব্ধি প্রকাশ করেছিমাত্র)
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




