আমার ক্যামেরায় তোলা কিছু ছবি(আমার ফেসবুক বন্ধুরা এই ছবি ইতিপূর্বে ফেসবুকে দেখে থাকবেন)- জাস্ট ব্লগে সরংক্ষণ করার জন্য হলেও বন্ধুদের ভালো লাগলে বাড়তি পাওনা।

তাজমহল দেখতে যেয়ে আমরা সবাই তাজমহলের সামনের দিকের ছবি তুলতেই পছন্দ করি। আমার মনে হলো- তাজমহলের পেছনে কি আছে- সেই দৃশ্যটাও ক্যামেরা বন্দী করি।

নারায়নগঞ্জ শহরে আমার এক কাজীনের বাড়ির পুকুরে হাঁসের ছবি।

বরিশাল উজিরপুর এলাকায় সন্ধ্যা নদীর ছবি।

শিল-পাটায় শাণ দেওয়া শিল্পকর্মের ছবি এই ঢাকা শহরে।

বাদাম তোলা নৌকার ছবি তুলেছিলাম বিষখালী নদীতে।

জুতাপালিশ ওয়ালা ১৫ নম্বর ধানমন্ডি ফুটওভার ব্রিজের নিচে।

শীতের সকালে দাদা-নাতীর আগুন পোহানো- সাভার বিরুলিয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



