"আমার স্বপ্নে দেখা দুটি নয়ন / হারিয়ে গেল কোথায় কখন /কেউ তা জানে না।" কিম্বা
"মনে কর আমি নেই, বসন্ত এসে গেছে / কৃষ্ণচূড়ার বন্যায়, চৈতালি ভেসে গেছে।"

সত্তর দশকের এই দুটি হিট গানের শিল্পীর নাম সুমন কল্যাণপুর। জন্মসূত্রে বাঙালি না হয়েও ষাটের দশকের শেষ থেকে সত্তরের দশক যাঁর অনুপম, মিষ্টি কন্ঠ আমাদের মাতিয়ে দিত। সুমন কল্যাণপুরের দুর্ভাগ্য, তিনি এমন সময়ে গানের জগতে এসেছিলেন, যে সময় বলিউডে মঙ্গেশকর বোনদের রমরমা। তা নয়ত অত সুরেলা কন্ঠ নিয়েও তাঁকে চাপা পড়ে যেতে হয়?
সুমন কল্যাণপুরের জন্ম ১৯৩৭ সালের ২৮ জানুয়ারি বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার গেন্ডারিয়ায়। তাঁর পিতা শংকর রাও হেমাদি বৃটিশ সরকারের পদস্ত রাজস্ব কর্মকর্তা ছিলেন ততকালীন পূর্ব বাংলার। কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরের এক বনেদি সারস্বত ব্রাহ্মণ পরিবারে জন্ম। কর্ণাটকের উদুপি জেলার কুন্দপুর তালুকের একটা গ্রাম হল হেমাদি। তাঁর পিতা ও মাতা সীমা হেমাদি ছাড়াও তাঁরা পাঁচ বোন ও এক ভাই ছিলেন। সুমন সবার বড় ছিলেন। তাঁদের পরিবার ১৯৪৩ সালে ঢাকা ছেড়ে মুম্বই চলে যান, যেখানে তিনি সংগীতের তালিম নিয়েছিলেন।
সুমন কল্যাণপুর ছবি আঁকা এবং সঙ্গীতে অনুরক্ত ছিলেন। মুম্বইয়ের বিখ্যাত কলম্বিয়া হাইস্কুলে পড়াশোনা শেষ করে তিনি ছবি আঁকার পাঠ নিতে মর্যাদাপূর্ণ জে জে স্কুল অফ আর্টসে ভর্তি হয়েছিলেন। একই সাথে পুণের প্রভাত ফিল্মের সংগীত পরিচালক ও তাদের পারিবারিক বন্ধু কেশব রাও ভোলেজির কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন। তাঁর কথায়, প্রথম দিকে গান গাওয়াটা ছিল তাঁর কাছে একটা শখ, কিন্তু ক্রমে ক্রমে সঙ্গীতে তাঁর অনুরাগ বেড়ে যায়, আর এর ফলস্বরূপ তিনি পেশাদারিত্বের সাথে উস্তাদ খান আবদুল রহমান খান এবং গুরুজি মাস্টার নবরং এর কাছে সংগীত শিক্ষা আরম্ভ করেন।
অনেকেই বিশ্বাস করতেন যে, তাঁর যা প্রতিভা, তাতে তাঁর যতদূর এগোনো উচিত ছিল, ততদূর তিনি যেতে পারেননি- যদিও তাঁর অভাবনীয় সাংগীতিক বৈশিষ্ট্য, যেগুলো একজন নেপথ্য গায়িকার কাছে খুবই প্রয়োজনীয়, সেই উচ্চাঙ্গ সঙ্গীতের বিশদ জ্ঞান, সুরেলা কন্ঠ এবং গলার বিস্তীর্ণ পরিসীমা সবই তাঁর ছিল।

চিত্রজগতে তিনি তৎকালীন সমস্ত গায়কের সঙ্গে দ্বৈত কন্ঠে অংশ নিয়েছিলেন। কিছু স্মরণীয় গান-----
রফি সাবের সঙ্গে---আজকাল তেরে মেরে পেয়ার কি ছাড়ছি হার জাওয়ান পার"(Brahmachari )
" নআ না কারতে পেয়ার তুমহি ছে কার বাইতে", তুমছে ও হাছিনা, রআহেনা রাহে হাম",
মান্না দের সঙ্গে----না জানে কাহান হাম দে"
মুকেশ জির সঙ্গে ---মেরে পেয়ার ভি তু হ্যায়, দিল মে পেয়ার ইয়াদ কিয়া" খুব জনপ্রিয় হয়েছিল।
আজও মনে পড়ে সুমন কল্যাণপুরের গান ---
"মনে কর আমি নেই, বসন্ত এসে গেছে"।
তথ্যসূত্র:---উইকিপিডিয়া ।
ছবি:---গুগল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



