একজন মানুষের মূল্য কত?
প্রশ্নটি ব্যঙ্গার্থে হলেও, বৈজ্ঞানিকের চোখে এ প্রশ্নটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে- সেই প্রসঙ্গে না যাই।
মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই দেশে মানুষের দামই শুধু কমে। এখানেও বাজারের সেই নিয়মই খাটে। সরবরাহ বাড়লে দাম কম থাকে। বাংলাদেশে যেহেতু মানুষের সরবরাহ বেশি, তাই মানুষের জীবনের দাম কম। কখনো লঞ্চ ডুবে, কখনো আগুন লেগে মানুষ মারা যায়। গত পনেরো ষোলো বছর হাসিনার বিভিন্ন বাহিনী অজস্র মানুষ মেরেছে কতো নির্মম নিষ্ঠুরভাবে এবং ফ্যাসিবাদের পতনের আগে গত জুলাই আন্দোলনেতো আকছার গুলি করে অজস্র মানুষ মেরেছে পাখি শিকারের মতো... গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। সর্বপরি বাংলাদেশের সড়ক তো যেন মৃত্যুফাঁদ।
গত সপ্তাহে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে একই স্থানে দুর্ঘটনায় প্রায় ২০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনদিন আগে সড়ক পথে ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে দুটো সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু দেখেছি। আজ ফেরার পথে দেখলাম দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু.....
পত্রিকায় প্রকাশিত খবরে দেখলাম- চট্রগ্রামের নিহতের ক্ষতিপূরণ ধরা হয়েছে ৫০,০০০ টাকা। একটা মানুষের গড় ওজন ৭০ কেজি ধরলে প্রতি কেজির দাম পড়ে (৫০,০০০÷৭০) ৭১৪ টাকা করে। অথচ বাজারে এখন এক কেজি গরুর মাংস ৮৫০/-, খাসির মাংস- ১২০০/- কেজি। তবুও মৃত দেহের কিছুটা দাম থাকলেও আহত হয়ে সারাজীবন পংগুত্ব বরণ করা ব্যক্তিদের জীবনে যন্ত্রণা ছাড়া আর কোনো প্রাপ্তি নাই।
শেষ করছি-
শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার দুটি লাইন লিখেঃ-
"পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় শস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারত!"
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




