সোনা-প্রীতি.....
এটা কোনো গোপন খবর নয়, মাথা ধরা সত্যি-
৮৩২.৫ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে স্বয়ং শেখ হাসিনার নামে থাকা ব্যাংক লকার থেকে!

লকার নম্বর ৭৫১ ও ৭৫৩ অগ্রণী ব্যাংক এর শাখায়। জব্দ হয়েছিল ১৭ সেপ্টেম্বর, এবার আদালতের অনুমতিতে ভেঙে লাগেজের ভাঁড়ার মতো খুলে দেখা হলো বেশ কিছু অস্বাভাবিক “উপহার”: স্বর্ণালংকার, বিদেশি পুরস্কার, গিফট- যা পাওয়া গেছে রাষ্ট্রীয় “স্টেট ট্রেজারি”-র বদলে ব্যক্তিগত ভাণ্ডার হিসেবে!
অবশ্য শেখ হাসিনার সোনা প্রীতি আজন্মের...মরহুম সালাউদ্দীন কাদের চৌধুরীর সোনা নিয়েও অনেক 'টানাটানি' করেছিল- যা সালাউদ্দীন সাহেব সংসদে দাঁড়িয়েই বলেছিলেন! মৃণাল কান্তি অবশ্য তা স্বীকার করেননি- যদিও মতিউর রহমান রেন্টু প্রত্যক্ষদর্শী ছিলেন বলেই তার লেখা বইতে লিখেছেন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


