১
জল-জোয়ারের ঢেউয়ে ঢেউয়ে ডুবতে ডুবতে ভাসছে নৌকা
সঙ্গী তার লাঙ্গল আর কুলা
ধানেরশীষে রোদ হাসে, হাসে গণমুখ....
ভোটের অধিকার।
২
গোলইয়ে জেদি মাঝি, হাতে বন্দুকের খরবৈঠা
নৌকা চলে ভুল বলে - ভুল চালে
বাড়ে পাপ আর
পাপীর হিসেব....
৩
নদীতে প্রমত্ত স্রোত আর নৌকাতে পাপী
মাঝি কি জানেনা?
'সঙ্গদোষে লিপিডও ডুবে'

সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




