দশের লাঠি একের বোঝা যদি মানেন ভাই
তবে একবার আসুন সবাই এই ঠিকানায়।
মানুষ মানুষের যদি লাগে কাজে
তবেই সার্থক জনম, এই সমাজে
এ-সমাজ একার নয় ভাই সেতো সবার তরে
বেদনা ভরাতে নয় আনন্দের ঘরে।
আপনার সহযোগিতায় যদি, একটি বাচে প্রাণ
তাতে কিইবা ক্ষতি নিশ্চই সুখ পান!
আমিও তৃপ্তি পাবো একবার ঘুরে এলে
দশের একটি বোঝা একটু ভারি হলে।
জীবন আর মৃত্যু নিয়ে নাহি চলে হেলা
এখনো সময় আছে থাকতে আসুন বেলা
সময় ফুরায়ে গেলে হবেনাতো কাজ
লাঘমটি মোচন করুন একটু থাকুন পাশ।
বাচান ভাই একটি জীবন
আপনারা দশে মিলে
যেখানে শুধুই আনন্দ আর
এমনে সুখ মেলে।
আপনারা সবাই জানি থাকেন সবার পাশে
দেখেছি অনেক নজির এই ব্লগে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




