হয়ত হবে উৎসবের হবান্ন,
কাটবে কান্ত কাল,
ছুটবে নিয়ে পালের হাল !
ঘটবে অনাহিত প্রহসন
অনাগত নগর নয় যেন মনের সিংহাসন !
গড়ে উঠবে প্রাচুর্যের হিমালয়,
হবে নবগত প্রনয় ।
কাঁটবে পলয়
অন্ধত্ব দূর হয়ে ভরে উঠবে তরঙ্গের আলয় ।
৫২ তে ছিল জড়িত
মহা বঙ্গে সর্ব বিদ্যালয়,
ছিল আদর্শ ছাত্র পরিষদ,
যারা এঁকেছিল,
এক খন্ড জমির বুকে
অমর একুশে ফেব্রোয়ারি
আমি কি তোমায় ভুলিতে পারি !
সেই রক্ত ভেজা রাজপথ ।
৭১ এর মুক্তি যুদ্ধ,
যাতে কোটি বাঙ্গালী ছিল,পাক বিরোধী ক্ষুদ্ধ !
হয়েছিল পাকদের পরাজয়,
আর হয়েছিল অস্র ছাড়া বীরদের জয় ।
কোথায় আজ সে বীরত্ব ?
কোথায় আজ সে কৃতিত্ব ?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




