শরৎ-বন্দনা
প্রিয়তির লাল পেড়ে মিহিদানা শুভ্র শাড়ি পরে
এলো শরতের কারুকাজ; সমস্ত আকাশ জুড়ে
মেঘেদের ছুটোছুটি, পালের সাম্পানে উড়ে চলে
নিরুদ্দেশের অঙ্গনে, বহুদূর পথে যায় উড়ে।
হিমেল পরশে শরৎ এসেছে হাওয়ায় উঠেছে দোল,
সিক্ত মাটিতে সাদা কাশফুল করে যায় কলরোল।
স্নিগ্ধ রূপের শেফালি-মালতি হাতছানি দিয়ে ডাকে,
ছুটি পাওয়া মেঘ উড়ে যায় দূরে নীল আকাশের ফাঁকে।
স্নিগ্ধকোমল শরৎ এলো বর্ষাকালের... বাকিটুকু পড়ুন

