মানুষ সাধনা
কালের প্রবাহে রঙিন জীবন একদিন যাবে ভেসে;
ভাসাবে তোমার যৌবনকাল। অসুখ ও জরা এসে
জানাবে তোমায় অভিনন্দন; ভালো লাগবে না আর।
মনে হবে, তবে কি ভ্রান্তি ছিলো? মিথ্যে এ সংসার।
সময়ের দাম যে জন দিয়েছে দীপ্র-মানব কালে,
কাঙ্খিত সব ধন-সম্পদ সে পেয়েছে মণিজালে।
সকল তুচ্ছ অবহেলা করে মোক্ষপথের পানে
ধীরলয়ে চলো সততার সাথে জীবনের আহ্বানে।
ধরণীর বুকে সেরা... বাকিটুকু পড়ুন
