স্পর্ধিত শব্দের ভয়ঙ্কর মারণাস্ত্র;
কলমের নিবে আঁকা বারুদের গোলা:
অত্যাচারীর নিষ্প্রাণ অকরুণ বুকে
জনযন্ত্রণা-মাখানো গণবিস্ফোরণ!
কবিতা হোউক দুর্ভিক্ষ-হত্যা-ধর্ষণে,
দুঃশাসনে পরাক্রান্ত দৃঢ় প্রতিদ্বন্দ্বী;
উপমা-উৎপ্রেক্ষার রূপক সঞ্জাত
শিল্পীত ঘৃণার জনযুদ্ধের সারথী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



