সকল ধর্ম ও সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন।
প্রসঙ্গ ১।
জামাত শিবির নিশিদ্ধের প্রসঙ্গেঃ আমার প্রশ্ন হচ্ছে আজকে যে দলটা কে নিয়ে এত প্রশ্ন তাদের কে ৪২ বছর ধরে পেলে পুষে বড় করছে এখন যখন তারা নিজের পায়ে দাড়াতে পারছে তখন আমরা তাদের বন্ধ করার জন্যে এমন এক পথ হাতে নিছি যাতে তারাও আজ যুদ্ধের ডাক দিয়েছে। সব বড় দল গুলা তাদের নিয়ে নেচে গেয়ে এখন তাদের হাড্ডি ভাঙ্গার জন্যে লাগছে। আজ তারা ইসলামিক প্রতিষ্ঠান গড়ে ইতিহাসের ভুল ব্যাখ্যা করে তাদের পক্ষে আনছে এদেশের ই উঠতি তরুন দের। দোষ কার? আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাস নিয়ে সবার দিধাদন্দ। আমরা কি পারতাম না আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠা মুক্তি যুদ্ধের ইতিহাস পড়া বাধ্যতামুলক করতে?? সব তরুন সমাজ কে জানতে বাধ্য করতে পারতাম। যে লোক গুলা মানুষ মারছে যুদ্ধের রাজাকারি করে, সঠিক চেহারা কি এই ইসলামিক প্রতিষ্ঠানেও প্রচার করে তাদের কেও অবহিত করতে পারতাম না? যে তরুন গুলা আজ রজাকার দের বাচাতে যুদ্ধে নামছে আমরা তাদের কে আমাদের ইতিহাস দিয়ে যানাতে অন্তত পারতাম যে তারা কাদের পক্ষে আয প্রতিবাদ করছে, তারা যে ভুল তা আমরা তাদের বুঝাতে পারতাম। আজ দেশের এই রকম পরিস্থিতি হত না যদি না আমরা সতর্ক হতাম। আমরা সে পাপি রাজাকার গুলার হেল্প নিয়ে অনেক ব্যাঙ্ক, বীমা, মিডীয়া স্থাপন করেছি, তারা ত আজ স্বয়ংসম্পূর্ন যতটা না ৭১ এ ছিল। কেউ ভুল পথে চলতেছে বলার আগে বুঝা উচিত কেন আজ তারা ভুল পথে।
প্রসঙ্গ ২।
আজকে হেফাজত ইসলামের কোনো দরকার ছিল না। আমরা শিক্ষিত সমাজ এত জ্ঞান বুদ্ধি হওয়া সও্বেও কেন আমরা ভুল করলাম?? আমরা কেন আজ এই গ্রুপ টাকে ফ্রন্ট লাইনে আসতে দিলাম। ধর্ম একটা বিশ্বাস, কেন সেটা কে নিয়ে হাজারো কথা দিয়ে ধর্মভিরু মানুষ দের মনে কষ্ট দেয়া হল? যাহক, হে.ই এর একটা প্রস্তাব, সব ভাস্কর্জ ভাংগতে হবে, কেন?? যে জিনিস আমরা এত দিন ধরে লালন করেছি, যা দেখলে আমার অতীত মনে থাকে সব সময়, জানি এটা ইসলামে নিষিদ্ধ, কিন্তু আমাদের ইমানি কি এতই ভঙ্গুর যে এটা দেখলে আমাদের ইমান থাকবে না। আমার জানা নেই।
যাহক, আমার মনে এই সকল প্রশ্ন ঘুরাঘুরি করে। কেউ পারলে ভেঙ্গে দিবেন আমার প্রশ্ন গুলো।
আরও অনেক কিছু বলার থাকে কিন্তু এখন তো ব্লগিং করা ঝুকি পূর্ন, তাই আমিও বিপদে পড়তে চাই না।
আর একটা কথা, দেশ আমার ধর্ম আমার। রাজাকারের ফাসির দাবিতে আমি শাহবাগি, ধর্মের শ্রদ্ধায় আমি মতিঝিলি। ......
আল্লাহ আমাদের সহায় হোন। আমিন। ...........................জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



