আপনারা কি আমার মত বিরক্ত হইতেছেন নাকি হইতেছেন না, সারা দিন ছাগু আর ভাদা নিয়ে আলচনায় সামু পুরাই ছাদা ময় হয়ে গেছে।
আসেন যদিও আমি একটা ফালতু পোস্ট দিলাম ফালতু টপিক নিয়ে তবুও একটু শান্তি চাই ব্লগ পড়তে বসে।
আসেন একটু ক্রিকেটিও আলোচনা করি, আমার পছন্দের সেরা বিশ্ব একাদশ (টেস্ট)-
১. হাশিম আমলা
২. আলিস্টার কুক (ক্যাপ)
৩. মাইকেল ক্লার্ক
৪. জক ক্যালিস
৫. কেভিন পিটারসন
৬. এ. বি. ডি. ভিলিয়ারস (উক)
৭. শ্যেন ওয়াটসন (অলরাউন্ডার)
৮. জেমস এন্ডারসন
৯. ডেল স্টেইন
১০. সাইদ আজমল
১১. ভারনন ফীল্যান্ডার
একটা ফালতু জোকস,
-----রোগী : ডাক্তার সাহেব, আমার খুব খারাপ লাগছে। মনে হয় আমি মরে যাবো।
ডাক্তার : কোন চিন্তা করবেন না। ওটা আমার উপর ছেড়ে দিন।
------এক দাঁতের রোগী ডাক্তারের সঙ্গে ভিজিট নিয়ে তর্ক করছে।
রোগী : একটা দাঁত তোলার জন্য তিনশ টাকা! এটা তো এক মিনিটের কাজ।
ডাক্তার : আপনি চাইলে আমি আরো সময় নিয়ে তুলে দিতে পারি।
+++++আমার পোস্ট স্টিকি করার দাবি রাখি++++++
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



