
কোভিড মহামারী শুরু এর প্রথম দিকে বিখ্যাত The Atlantic Magazine প্রথম লিখে যে হয়ত Soapbark গাছের দ্বারাই কোভিড কে মোকাবিলা/দুর করা হবে ইফেক্টিভলি ভাবে। The Tree That Could Help Stop the Pandemic । কিন্তু দুই বছর আগে লিখা এই আর্টিকেল তেমন একটা প্রচার পায় নাই। সবাই ফাইজার/মর্ডানা টিকা নিয়ে ই ব্যস্ত হয়ে পড়ে।
এই গাছ চিলির উচু পাহাড়ী অন্চলে হয় আর এর বাকল থেকে সেপোনিন নামক সাবানের মত গুড়া পাওয়া যায় শুকিয়ে। এই সাবান গুড়া নানাবিধ কাজে লাগে বিশেষ করে ভ্যাকসিন ইফেক্ট বুস্ট করতে ব্যবহার করা হয় (ইফেক্ট কিভাবে বুস্ট হয় জানা না গেলেও এই সাবান গুড়া বডির ইমিউন সিস্টেম কে যে ভ্যাকসিন এর সাথে দেওয়া হয়, তার ইফেক্ট কে কয়েকগুন বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়া কে বলে Adjuvant এড করা)। পৃথিবীর সবচেয়ে দামী ভ্যাকসিন Adjuvant হল QS-21 (যেটা matrix-M নামেও পেটেন্টেড) এই সাবান এর গুড়া থেকে বানানো হয়।
এক গ্রাম গুড়ার দাম বিশ্ব বাজারে ~$১০০,০০০ (এক কোটি টাকা)।
বাংলাদেশের পাহাড়ী অন্চলে এই সোনার খনির চেয়ে বেশী দামী গাছ লাগানো উচিত
নতুন কোভিড ভ্যারিয়েন্ট BA.5, BA.4, এবং হালের ভারত থেকে পাওয়া BA.75 দেখা যাচ্ছে যে ফাইজার/মর্ডানা ভ্যাকসিন তেমন সুরক্ষা দিতে পারছে না। কিন্তু Novavax এর নতুন ভ্যাকসিন (যেটা এমআরএনএ বেইসড না- প্রোটিন বেইসড) কে দেখা যাচ্ছে যে নতুন সব কয়টা ভ্যারিয়েন্ট প্রতিহত করতে পারছে। আর নোভাভ্যাক্স ই matrix-M পেটেন্ট এর মালিক আর তারা তাদের ভ্যাকসিন এই matrix-M কে Adjuvant হিসাবে ব্যবহার করেছে। বিজ্ঞানীরা মনে করছেন যে এই Adjuvant এর জন্যই নোভাভ্যাক্স এর কোভিড ভ্যাকসিন আমাদের ইমিউন সিসটেম কে বেশী ভাবে উজ্জীবিত করতে পারছে কোভিড এর বিরূদ্ধে। এই ভ্যাকসিন ইউরোপে অনুমোদন পেয়েছে...হয়ত সহসাই আমেরিকাতেও অনুমোদন দেওয়া হবে...দিলে বুস্টার হিসাবে সাথে সাথেই নিয়ে নেব।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২২ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




