সকালে চান সেরে ভাত খেয়ে তাজা
চলছে বকর বকর ট্রেন
এর বৌ, ওর বৌদি, তার কাজের মাসি
আর প্রগলভ কিছু খিস্তি খেঁউড়
কাঁচা আদি রসের কথা।
একা অষ্টাদশী মেয়েটা ক্রমশ এককোণে সিটিয়ে
জানালার বাইরে আপ্রান
পালাতে চাইছে বাইরের খোলা সবুজ পৃথিবীটায়
একটু নির্মল হাওয়ার মুক্তিতে
এই সব সিন সিনারি
আমাদের গা সয়ে গেছে
যাচ্ছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



