১
----
আমাদের সব কিছুই ভাল এবং স্বাভাবিক চলছে,
কোথাও কোন অসুবিধা বা বিতর্ক নেই ৷
এর মানে হচ্ছে, কোথাও না কোথাও ঝামেলা আছে ৷
২
----
দেখতে পাইনি মেঘ ও বৃষ্টি
যখন দেখেছি - তখন বন্যায় ভেসেছে
ও ভরেছে জীবনের হ্রদ ৷
৩
----
লোকে বলে প্রেম অন্ধ
কবি বলে অন্ধ ওঁরাই
যাঁরা দেখতে পান না ভালবাসা ৷
৪
-------
একদল বাচ্চা
সংসারের শত খরচ
রক্তচাপ, ডায়েবেটিস ইত্যাদি
অফিসে বসের কাছে ছোট হওয়া পুরোনো অভ্যাস ৷
বছর ঘুরে যায়
আপনজনকে দেয়া অসংখ্য ভাংঙা প্রতিশ্রুতিতে
তবুও নেই আফসোস
কারন তিনিই বাবা ৷
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




