গত ৩ ও ৪ঠা মার্চ ২০১৩ ঈসায়ী তারিখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জামাত অধ্যুষিত ভাড়াহুত গ্রামে ১৬ জন লোককে জামাতে মওদুদী সমর্থিত না হওয়ার কারণে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে মসজিদে এনে তওবা করিয়ে নতুন করে মুসলমান বানানো হয়েছে ও জামাতে মওদুদীর সমর্থন করার ওয়াদা নিয়েছে। নাউযুবিল্লাহ!
অর্থাৎ জামাতে মওদুদীর লোকেরা যে তাদের নিজেদেরকে ব্যতীত অন্য কোনো লোককে মুসলমান মনে করে না, বরং কাফির বলে ধারণা করে, তারই বাস্তবতা জামাতীদের উক্ত গুমরাহীমূলক কার্যকলাপ।
অথচ জামাতে মওদুদীদের অসংখ্য আক্বীদা ও আমলের দ্বারা প্রমাণিত হয় যে, তারা নিজেরাই পবিত্র ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে মুসলমান থাকতে পারে না। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে শরীয়তসম্মত কারণ ব্যতীত কাফির বলবে বা মুসলমানের প্রতি কুফরীমূলক আকী¡দা পোষণ করবে, সে নিজেই কাফির হয়ে যায়।
কাজেই জামাতে মওদুদীদের সমস্ত কুফরীমূলক আক্বীদা ও আমলগুলো ব্যাপকভাবে প্রচার করে ওদেরকে সমাজচ্যুত করতে হবে
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


