প্রথম আলোর আজকের প্রকাশিত খবরের আলোকেঃ
ট্যাক্সিক্যাবের ভাড়া আরও বাড়ানোর প্রস্তাব




হুম, বাড়ান? বাড়াবেন না কেন? প্রশাসনকে কানে ধরে উঠবস করানোর ক্ষমতা যাদের হাতে নিহীত তারা বলবে আর আপনারা ভাড়া বাড়াবেন না, তা কি হয়? এদের না পুশলে সরকারের চামচা পালার খামাড় না আবার বন্ধ হয়ে যায়, তখন ছাগল পেলেই দুধের সাধ ঘোলে মিটাতে হবে, তাই নয় কি? আগে বন্ধু বান্ধব বিয়েতে দেরী করলেই ক্ষেপাতাম, ও তো বিয়ে করবে না, ও ছাগল পালবে। আর ছাগল এমন এক প্রানী যা দিয়ে সব-ই হয়, খাইচ্যতের দোষ যাদের থাকবে তারা পারে না এমন কিছু নাই। আমাদের দেশের নেতারা এখন চামচাও পালে না তারা পালে ছাগল। বউএর কাম ঝিয়ের কাম, সবই হয়।
টাক্সি ক্যাবের ভাড়া, সিএনজি অটোর ভাড়া বললেই বাড়ে কিন্তু শত অনুরোধেও কমে না। কমা তো দূরে থাক ন্যায্যতার কাছাকাছিও মাড়ায় না, মিটারে যাবে না, যে জায়গায় যেতে চাইব সে জায়গায় যাবে না !! আমি যদি পান্থপথ যেতে চাই আর সে আর সিএনজি অথবা টেক্সি ওয়ালা যদি যাত্রাবাড়ি যেতে চায়, তাহলে আমাকে যাত্রাবাড়িই যেতে হবে, কারন এইটা উনার ইচ্ছা।
গতকাল বেলীরোড থেকে পান্থপথ বসুন্ধরা মার্কেটে যাওয়ার জন্য সিএনজি ড্রাইভারকে অনুরোধ করা হলে সে ২০০ টাকা হাকঁল। আমাদের শত অনুরোধের পরে সে ১৫০ টাকা চাইল কিন্তু আমরা বললাম মিটারে যাব আর মিটারে যা উঠে তা থেকে ৪০ টাকা বাড়িয়ে দেব। এটা বলে একরকম জোড় করেই উঠে বসলাম। নিম রাজী হয়ে ড্রাইভার মিটার অন করে গন্তব্যে ছুটল। কিন্তু গন্তব্যে পৌছে মিটারে বিল উঠল ৫৮ টাকা, ধরে নিচ্ছি ৬০ টাকাই, তারপর ৪০ টাকা বাড়িয়ে দিলে হয় ১০০ টাকা। কিন্তু সিএনজি ড্রাইভার তো কিছুতেই ১০০ টাকা নিবে না, তাকে দেড়শ-ই দিতে হবে। অনেক বাক বিতন্ডার পরে তাকে আরো ২০ টাকা দিয়ে ভ্যাজাল মেটানো হল।
এই হচ্ছে আমাদের ওবায়েদ সাহেবের যোগাযোগ ব্যাবস্থাপনা। যে লোক এক সিএনজি আর টেক্সি ক্যাবের স্বেচ্ছাচারী ভাড়া আর গন্তব্যে যাওয়ার নিশ্চয়তাই দিতে পারে না, তার অধীনে হবে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, পাতাল রেল আরো কত কি !!! উনার মত গুনী মানুষ তথা ছাগ পালক থাকতে আমাদের চিন্তা কি আর দাবীর মুখে ভাড়া বাড়ালেই বা কি যায় আসে? আগে ৩গুন দিতাম এরপর হয়তঃ ৫গুন দেব ?!! কিন্তু দেব তো আমরাই, নাকি? আর উনারা ছাগল পালবেন, ছাগলের সাথে রাত কাটাবেন, ছাগলের দুধ খাবেন, কাজ শেষ হলে জবাই করে তেহারী রেধে, কাচ্চি রেধে খাবেন। কিন্তু আমাদের কপালের লেখন খন্ডাবে না। যা ভ্রষ্ট আর নষ্ট ছিল, তা কেবলমাত্র ভ্রষ্টতর আর নষ্টতর হতে সক্ষম, এর বেশি কিছু আর না। লাউয়ের আরেক নাম ত কঁদুই নাকি?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৫:০২