নৌকা মার্কায় ভোট দেন, এটি একটি পারিবারিক আয়োজন। শাহিন আক্তার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নতুন, তবে সারা দেশেই তিনি আলোচিত। ইয়াবা-বাণিজ্যসহ নানা অভিযোগে বর্তমান সাংসদ আবদুর রহমান বদিকে মনোনয়ন না দিয়ে প্রার্থী করা হয় তাঁরই স্ত্রী শাহীন আক্তারকে। মুখে মুখে টেকনাফ-উখিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছিল। বদিই আওয়ামীলীগের পরিচয়! মুখে এক আর বাস্তবে আর এক এবং তারা মনে করে তারা যা বলে সেটাই সবাই বিশ্বাস করে ! তারা মানুষকে বোকা বানাতে বিশেষ পারদর্শ।

একাধিক ব্যানারে শাহীন আক্তারের পাশে লেখা এমপি বদির বউ। পোস্টার-ব্যানারে স্বামী আবদুর রহমান বদির বড় আকারের ছবিও রয়েছে। একটি পোস্টারে দেখা গেল ছেলে শাওন আরমানের ছবি। তাতে লেখা, ‘শাহীন আক্তার (আমার আম্মুকে) নৌকা মার্কায় ভোট দেন’। শাহীন আক্তার এখানে হয় বধূ, নয় মাতা অথবা কন্যা। পুরোটাই যেন একটা পারিবারিক আয়োজন।
তবে ব্যানার ও পোস্টারে এই প্রার্থী স্বামী, সন্তান ও পিতার নাম ব্যবহার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


