আমাদের রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ দুই নেত্রীকে ডেকে ছিলেন চায়ের নিমন্ত্রনে। চা পানের বিরতিতে একটু খোঁজ খবর নিবেন, তারা কেমন আছে, নতুন কোন শাড়ীটা কিনছেন, নতুন কোন আন্দোলনে নামবেন এই একটু আলোচনা করবেন।
ম্যাডাম এলেন সাঙ্গপাঙ্গ নিয়ে। তিনি নাকি যথারীতি তফশীল আর নির্বাচন নিয়েই মেতেছিলেন। কত ভাল মহিলা, কোনো দাবী দাওয়া নেই, তিনি শুধু নির্বাচনই চান। ওইদিকে শুনলাম তিনি নাকি ১০ উপদেষ্টার সামনে কথা বলার পর রাষ্ট্রপতির সাথে একান্তেও কথা বলেছেন। কেউ বলতে পারছে না তারা কিই বা এমন কথা বললেন যা উপদেষ্টার সামনে বলা গেল না।
অন্য বিবিও এলেন ৬ দফা দাবী নিয়ে। দাবী না মানলে আন্দোলন চালিয়েই যাবেন। গরীব মানুষ না খায়ে মরুক আর অর্থনীতি অচল হয়ে যাক তাতে তার কিছু যায় আসে না, গদিতে তার যেতেই হবে। তার রাষ্ট্রপতির কার্যক্রম পর্যবেক্ষন করবেন আর ফাঁক তালে নির্বাচন চালিয়েই যাবেন।
কি আর বলব ... রাষ্ট্রপতিও একটা চরম বেহায়া আর নিলজ্জ হাঁদারাম। বিএনপির ইশারায় যে দুইজন কমিশনার নিয়োগ করছে তারা গোড়া ম্যাডাম ভক্ত। এত বড় গাধার বাচ্চা আর কোথায় পাওয়া যাবে? আরে বাবা একটু রেখে ঢেকে চামচামী কর না ... এমনিই আওয়ামী লীগেই লিষ্টিতে আন্দোলনে যাওয়ার উছিলার শেষ নাই, আরোও একটা হাতে তুলে দিল। রামছাগলের বাচ্চা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


