এই ভাবে সকাল বা রাত হোক। শিশিরে কুয়াশায় মধ্যরাতে লরীর মাথায় চেয়ে ঘরে ফিরে আসা অনেক ভাল। একটু ঠান্ডা লাগলে খুক-খুক করব, লিখব না।
দুপুরে এসিতে বসে টেলিভিশনে ফ্রেমের হরফের করতে করতে যে কথা মাথায় আসবে, রোদ্দুরে বাইরে দাঁড়ালে সেটাই দেখব, বিড়ালটার দেওয়ালে আটকানো পেরেক বাঁচিয়ে হেঁটে যাওয়া। তারপর হেঁটে চলে যাব বিকেলের দিকে, কিন্তু লিখব না।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



