#স্যালুট ইউ মাননীয় প্রধানমন্ত্রী, সত্য আপনি মহান,আপনার মত দেশপ্রেমীক সারা বিশ্বে আর ২য় কেউ আছে কিনা তাতে আমার সন্দেহ আছে।
গতকাল দেখলাম জাতীয় দলের ক্রিকেটার দের বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়ে ক্রিকেটার দের সাথে আপনি কেক কেঁটে আনন্দ করলেন।ক্রিকেটার দের সাথে আপনি সেলফি তুললেন,তাদের কে সন্তানের মত আদড় করলেন।সত্যই আপনি দেশপ্রেমীক। আপনি তাদের সম্মান দিতে জানেন।
#কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেশপ্রেমীক বলতে আমার খুব লজ্জা করে যখন দেখি ২৪ এপ্রিল রানা প্লাজায় ঘটে যাওয়া ঘটনার জন্য আপনার কোন অনুশোচনা নেই।
আপনি ক্রিকেটার দের নিয়ে আনন্দ করতে পারেন কিন্তু নিরীহ শ্রমিকদের কথা ভাবেন না।আর ভাববেন কেন?? রানা প্লাজার খুনি রানা যে আপনার জারজ সন্তান!!
#গত কিছুদিন আগে দেখালাম TIB এর একটা রিপোর্ট। সেখানে বলা হয়েছে রানা প্লাজার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১২৮ কোটি টাকার মাঝে ১০৯ কোটি টাকা উধাও!!
আপনার প্রেস সচিব বললেন যে রানা প্লাজার জন্য কোন তহবিল গঠন করা হয়নি!
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব জানতে ইচ্ছে করে!
#কোথায় গেল ক্রিকেটারদের টাকা যারা রানা প্লাজার জন্য আপনার হাতে টাকা তুলে দিয়েছিল?
#কোথায় গেল সকল সরকারি কর্মচারীদের বেতনের টাকা!
#কোথায় গেল ব্যাংকের টাকা!
মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশমা নাটক সাজাতে পারেন কিন্তু অসহায় মানুষের জন্য একটা টাকা খরচ করতে পারেন না।আপনার মত দেশপ্রেমীক মানুষ সত্য বিরল।
আপনি রাশিয়া থেকে ২০০০ কোটি টাকা দিয়ে অস্র কিনতে পারেন কিন্তু রানা প্লাজার জন্য উঠানো টাকা মেরে দিতে কষ্ট হয়না।সত্য আপনি বড় দেশপ্রেমীক।
#আজোও আকাশে-বাতাসে কান্নার রোল পরে যায় রানা প্লাজায় নিহত -আহত দের জন্য কিন্তু আপনার তাতে কষ্ট হয়না।আপনি বরং আনন্দ করেন ২৪ এপ্রিল আসলে।আসলেই আপনি দেশপ্রেমীক ম্যাম।
#আপনার মত দেশপ্রেমীক ঘরে ঘরে দরকার। আপনার মত দেশপ্রেমীক হলে দেশ রসাতলে যেতে আর সময় লাগবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




