বর্তমান সময় আধুনিকতার। দিনে দিনে পৃথিবীর সব কিছুই বদলাবে। একইভাবে বদলেছে মানুষের জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, আচার-ব্যবহার ইত্যাদি। অনেক যন্ত্রপাতি আছে, আছে অনেক প্রযুক্তি। ক্যাবল সংযোগ, ইন্টারনেট ইত্যাদির বদৌলতে আমরা এখন আশেপাশের দেশগুলো, এমনকি প্রাচ্যে বসে পাশ্চাত্যের সকল খবরাখবর জানতে পারছি। দেখতে পারছি সিনেমাসমূহ। তাদের দেখতে দেখতে আমাদের মধ্যে গড়ে উঠেছে অনুকরনপ্রিয়তা। বর্তমান প্রজন্মের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে, এদের প্রায় সবার চুলের কাটিং থেকে শুরু করে পায়ের চটি অবধি সব কিছুতে ফ্যাশনের ছাপ। একটু সুন্দর হওয়ার ইচ্ছা সবার মধ্যেই থাকে, সেটা খুবই স্বাভাবিক।
তবে তারা যা করছে, তা তারা নিজেদের ভালো লাগা থেকে করছে নাকি শুধু অন্ধ অনুকরণ করে চলেছে। বাহ্যিকভাবে সবাই নায়ক বা মডেল হওয়ার চেষ্টা করছে। বেশ ভালো ব্যাপার। এটা দোষের কিছু না। কিন্তু এমন সুন্দর বাহ্যিকতা দিয়ে কি হবে যদি তার ভেতরটাও সুন্দর হয়? হিরো লুক নিয়ে যদি পাড়ার মোড়ে মেয়েদের উত্যক্ত করে তাহলে সেই সৌন্দর্যের কি মূল্য রইলো ? তবে এটাই আজকালকার সাধারণ চিত্র।
আজকাল সিনেমা দেখার বেশ চলন আছে। তারা শুধু হিরোদের বাহ্যিকতাই দেখলো। কিন্তু হিরোরা যে নিজেদের জীবন বাজি রেখে নিজের প্রেমিকা বা পরিবার, সমাজকে রক্ষা করে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে মানুষকে রক্ষা করে সেটা দেখল না বা দেখেও সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করলো না। আমাদের সমাজ হয়তো সিনেমার ইতিবাচক দিকগুলো গ্রহণ না করে, নেতিবাচক দিকগুলো গ্রহণ করছে।
নায়ক হতে চান? ব্যাডাঅ্যাস টাফডুড হতে চান? খুব ভালো ব্যাপার। তবে সেটা বাস্তবেই হয়ে দেখান। পাড়ার মোড়ে মাস্তানি নয় বরং অন্যায়ের প্রতিবাদ করে দেখান, সমাজের অসঙ্গতি দূর করে দেখান যে আপনি কতটা শক্তিশালী। আমাদের কিছু নায়ক দরকার যারা ভেতর থেকেই নায়ক, যাদের বাহ্যিকতা শুধু একটা মুখোশ নয়।

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




