somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিংবদন্তী সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী : ৭০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাজী হাসান
আমাদের মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামের একটি একান্নবর্তী পরিবারের কয়েকজন উদ্যোগী সন্তান নিজেদের পেশা সম্প্রসারণের সুবিধার্থে ঢাকার মোহাম্মদপুরে বসতি গড়েন বহু বছর আগে। তাঁরা নতুন গড়া জায়গাটির নামকরণ করেন তাঁদের গ্রামের নামে। বাঁশবাড়ি। এমন গ্রাম বা শেকড় প্রেমের নজির এ দেশে বিরল। সেই বসতিস্থলের পাশ দিয়ে চলতে গিয়ে আমি প্রায় বাড়ির প্রবেশ ফটকের পাশে নেইম প্লেটে লেখা দেখেছি, ‘...আলী, সঙ্গীত পরিচালক, বাংলাদেশ বেতার’, ‘...আলী, সঙ্গীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশন’, ‘...আলী, যন্ত্রসঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন’, ‘...আলী, সঙ্গীতশিল্পী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন’। ওই পরিবারের সন্তান ওস্তাদ শের আলী ছিলেন উপমহাদেশের প্রথম মুসলমান যন্ত্রসঙ্গীতশিল্পী। তাঁর ভাই প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব ধীর আলী মিয়া ও মনসুর আলী ছিলেন এ দেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এ সমর দাশের সহকারী ও বহু কালজয়ী গানের সুরকার। চাচাতো ভাই বরেণ্য সঙ্গীত পরিচালক আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী।

নব্বইর দশকের মাঝামাঝি বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান টেলিভিশনের একটি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে বলেছিলেন তখনই ওই পরিবারে ১৭জন জাতীয় মানের সঙ্গীত পরিচালক ছিলেন। প্রয়াত সঙ্গীত পরিচালক আবু তাহের, আলী আকবর রুপু ওই পরিবারের সন্তান। বর্তমানের আলী আকরাম শুভও। আলাউদ্দিন আলীর বোন জামিলা মুনসুর সেই আমলের একমাত্র মহিলা সেতার বাদক। যিনি বিখ্যাত সুরকার আলী আকবর রুপুর মা। সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলীর কন্যা কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিনও বংশ পরম্পরায় একই পথের যোগ্যতম পথিক। সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী শিখেছেন সবকিছুই। এসরাজ, পিয়ানো, তবলা-অল্প অল্প সবই পারতেন। বিভিন্ন সিনেমার সঙ্গীতায়োজনে বেহালা বাজাতেন তিনি।

অমর সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদের সাথে কাজ করতেন তিনি। সত্তরের নির্বাচনের প্রচারেও ব্যাপক অংশগ্রহণ করেন। এক বাঙালি সুরকার তাঁকে ধরিয়ে দেন। পাকিস্তনি আর্মি এসে সব মিউজিক ইন্সট্রুমেন্ট ভেঙে ফেলে তাঁর। তাঁর ভাইদের ধরে নিয়ে যায়। দেশ স্বাধীন হবার পর তিনি তাঁর বন্ধুর জন্য সুর করেন দেশের গান, ‘ও আমার বাংলা মা তোর’! পরে এটা সাবিনা ইয়াসমিনকে দিয়েও গাওয়ান। টিভিতে কাজ করতেন তখন। নায়ক জাফর ইকবালকে গান গাওয়ানোর পুরোটাই তাঁর অবদান। জাফর ইকবালের সব গানের সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি।

সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন আলী তাঁর পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং অমর সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন। এরপর তিনি প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজসহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবে কাজ করেন। তিনি একাধারে একজন সুরকার, বেহালাবাদক, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। ছোটবেলাতেই বেহালা বাজানোর জন্য অল পাকিস্তান চিলড্রেনস প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলেন তিনি।

ষাট এর দশকেই প্রথম চলচ্চিত্রে বেহালা বাদক হিসেবে কাজ শুরু করেন। সঙ্গীত পরিচালনায় সত্তরের দশক থেকে পরিচিত নাম হয়ে ওঠেন আলাউদ্দিন আলী। ১৯৭৫ সালে প্রথম সঙ্গীত পরিচালনা করেন সন্ধিক্ষণ চলচ্চিত্রে। এরপর ১৯৭৭ সালে ‘গোলাপি এখন ট্রেনে’ আর ‘ফকির মজনু শাহ’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী। তাঁর তৈরি করা গান পায় বিপুল জনপ্রিয়তা। চলচ্চিত্র, বেতার, টেলিভিশন মিলে প্রায় হাজার পাঁচেক গান তৈরি করেছেন তিনি।

আলাউদ্দিন আলী নজরুলসঙ্গীত শিল্পী সালমা সুলতানাকে বিয়ে করেন। তাঁদের মেয়ে আলিফ আলাউদ্দিন একজন সঙ্গীতশিল্পী। আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিলো তাঁর। ২০২০ সালের ৯ আগস্ট ৬৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

৭০তম জন্মবার্ষিকীতে মহান সঙ্গীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলীকে স্মরণ করছি গভীর শ্রদ্ধাভরে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

লিখেছেন মাথা পাগলা, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১



প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন

হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

লিখেছেন এ আর ১৫, ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪


গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন

দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫


পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

লিখেছেন তানভির জুমার, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২২



১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

×