ঢাকা বিশ্ববিদ্যালয় এর যারা সামুতে ব্লগিং করেন তাদের নিয়ে টিএসসি তে একটি আড্ডা এর আয়োজন করা যায়না????
যাদের আইডি নিয়ে ঝামেলা আছে( মানে যারা পলিটিকেলি বায়াসড) তারা না হয় ঐ আড্ডাতে নিজের ব্লগ পরিচয় নাই বললেন।(বলা যায়না তাহলে হয়তো ছাগু ভাদা এসব নিয়ে মারামারি লেগে যেতে পারে।
এই আড্ডা এর কথা এ কারনেই বললাম কারন আমার মনে হচ্ছে এই ব্লগে ঢাবি এর অনেক স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্লগার আছেন।
তাদের সাথে আমরা যারা বর্তমান ছাত্ররা আছি তাদের পরিচয় হলো....
খারাপ হয়না ব্যাপারটা কি বলেন???
এটা আমার Raw একটা ভাবনা।
কেউ ভুল বুঝবেন না আশা করি...
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



