ও...ও..আ..ও..ও
যে ব্যাথা দিয়েছো তুমি সে আমার মনিহার
তুমি সুখে রইলে দুঃখ রইলো আমার
যে ব্যাথা দিয়েছো তুমি সে আমার মনিহার
তুমি স্বপ্ন দিয়ে ছিলে এ জীবন ভরে
কি যে ্হলো সে স্বপ্ন কেন নিলে কেড়ে
আলো ছায়ায় ভরা দিন সঙ্গী একা আমার
ও..যে ব্যাথা দিয়েছো তুমি সে আমার মনিহার
তুমি সুখে রইলে দুঃখ রইলো আমার
হাঃহাহোহোঃ
হয়তো ভূলেছ সবি ভূলেছ আমাকে
অন্য সুখেরই আলো ছুয়েছে তোমাকে
ঐত দূরে চলে যাও এমন ও রইলো তোমার
যে ব্যাথা দিয়েছো তুমি সে আমার মনিহার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




