রিভিউ শুরু করব মুভির জেনর দিয়ে। কোন জেনরের মুভি আপনার পছন্দ? আলাদা করে বলতে পারছেন না? কোন সমস্যা নাই। এই মুভি দেখতে শুরু করেন... আমার গ্যারান্টি ... আপনার পছন্দের জেনরের ছোঁয়া পাবেনই।
মুভির নামঃ THE OTHERS
জন্মদিনঃ আগস্ট ১০(আমেরিকা), সেপ্টেম্বর ৭(স্পেন), নভেম্বর ২(ইংল্যান্ড) {ওরে বাবারে}
সালঃ ২০০১
দৈর্ঘ্যঃ ১০৪ মিনিট
পরিচালনাঃ Alejandro Amenábar
লেখকঃ Alejandro Amenábar
অভিনয়ঃ Nicole Kidman, Christopher Eccleston, Fionnula
Imdb রেটিং- ৭.৭
Rotten Tomatoes রেটিং- ৮৪%
*** আলোচনা অংশঃ
চিন্তা করুন তো এমন একটা হরর ফিল্ম এর কথা যেখানে কোন রক্তারক্তি নেই, নেই কোন বীভৎস দৃশ্য দেখিয়ে অযথা ভয় দেখানোর চেষ্টা, অথবা কোন সস্তা যৌনতা। কি? পারছেন না মনে করতে? পারবেন আজকের পর থেকে পারবেন। অথবা চিন্তা করুন তো এমন একটি মুভির কথা যা প্রায় ১টি জায়গায় ধারণ করা হয়েছে কিন্তু মুভি দেখার সময় বিষয়টি হয়ত আপনি খেয়ালই করেন নি। মনে আসতে পারে 12 Angry Men এর কথা। আবার আমার গ্যারান্টির পালা। আজকের পর থেকে সেই সংক্ষিপ্ত তালিকায় আরেকটি নাম যোগ হচ্ছে।
Goya পুরষ্কার এ এই মুভি সেরা পরিচালক এবং সেরা ফিল্ম সহ মোট ৮ টি পুরষ্কার জিতে নেয়। এটিই প্রথম কোন ইংরেজী ভাষার মুভি যা Goya পুরষ্কার (স্পেন এর জাতীয় চলচ্চিত্র পুরষ্কার) পায় যদিও মুভিতে একটি কথাও ইংরেজী ছাড়া বলা হয় নি। এছাড়াও Saturn Awards এ ছয়টি category তে মনোনয়ন পায় যার মধ্যে তিনটিতে পুরষ্কার জিতে নেয়। আরও আছে... Nicole Kidman এই মুভির জন্য গোল্ডেন গ্লোব এ মনোনয়ন পায়....। হাঁপিয়ে গেলাম... আপনাদেরও বিরক্ত করছি... তাই আর বলব না।
এইবার একটু কাহিনী বলতে হয়... ভয় পাবেন না... আপনাদের মুভি দেখার মজা নষ্ট করব না।
সময় তখন ১৯৪৫ সন। এক পরিত্যক্ত বাড়িতে বসবাস করত এক জনৈকা মহিলা... সাথে থাকে তার ২ ছেলে মেয়ে। স্বামী আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। মহিলার যন্ত্রণার শেষ নাই। একে তো কাজের লোক নেই বলে এত বিশাল বাড়ির কাজ এক হাতে সামলাতে হয় তার উপর তার আছে বিশেষ রোগে (xeroderma pigmentosa) আক্রান্ত দুইটি বাচ্চা। (আমার মত আপনারও কি দাঁত ভাঙ্গছে ?? তাহলে বলি, এই রোগ হইলে পোলাপান রোদে যেতে পারে না... চামড়া পুড়ে যায়)... যাকে শুদ্ধ বাংলায় বলে অসূর্যস্পশ্যা। তার উপর আবার মরার উপর খাড়ার ঘা হিসেবে আছে এই বাচ্চাদের অসম্ভব ভুতের ভয়। এই মহিলা অত্যন্ত ধার্মিক প্রকৃতির... সে নিজে তার বাচ্চাদের বাইবেল পড়ায় আর বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বলে।
*** সমালোচনা অংশঃ
প্রথমেই আসি অভিনয়ে......। Nicole Kidman হলিউডের একজন নামী অভিনেত্রী। তবে দুঃখজনক হলেও সত্যি আজ পর্যন্ত তার বলার মত অভিনয় খুব কম মুভিতেই দেখেছি।
এবার আসি অন্যান্য দিক নিয়ে...। ছবিতে ডার্ক ইফেক্ট যারা পছন্দ করেন তাদের ছবিটা বেশ ভাল লাগবে বলে মনে হয়...ডার্ক ইফেক্ট বেশ ভাল ভাবেই ব্যবহার করা হয়েছে এখানে। গল্প আমার দারুণ পছন্দ হয়েছে। আর পরিচালনা তো এক কথায় অসাধারণ। হরর মুভিতে আবেগ ফুটিয়ে তোলা খুবই কঠিন কাজ। এটি অত্যন্ত দক্ষতার সাথে করেছেন পরিচালক। তবে ক্যামেরার কাজ আমার মনের মত হয়নি... এত ভাল মুভিতে সামান্যতম খুঁতও চোখে পড়ে। তাই ক্যামেরার কাজে আরও যত্নশীল হওয়া উচিৎ ছিল। তবে সিনেমাটোগ্রাফীতে Javier Aguirresarobe আমার কাছে এ+ নাম্বার পাবে। তার কাজ প্রশংসা করার মত হয়েছে।
আরও একটি দিক হল মুভিটি প্রথম দিকে একটু ধীর ধরনের। এই কারনে অনেকের কাছে প্রথম দিকটা বোরিং লাগতেও পারে। তবে কথা দিচ্ছি একবার মূল ঘটনা শুরু হবার পর আপনি নিঃশ্বাস নিতেও ভুলে যেতে পারেন।
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এইটি মূলত হরর মুভি। তবে জগত-খ্যাত পরিচালক Stanley Kubrick এর জগত-খ্যাত মুভি The Shining এর সাথে যার তুলনা করেছেন অনেক মুভি বোদ্ধা তার মান নিয়ে কোন ধরনের সন্দেহ থাকলে তা ঝেড়ে ফেলে দেবার জন্য বলছি। একে আপনি শুধু আরেকটা অতিপ্রাকৃত থ্রিলার মুভি ভাবলে ভুল করবেন। এটি আমার দেখা সেরা হরর মুভির তালিকাতে উপরের দিকে থাকবে। এখনও যদি আপনারা কেউ এই মুভি না দেখে থাকেন তাহলে আর একটা কথাও না বলে দেখতে বসে যান। না হয় মিস করবেন অনেক কিছু...।
*** রিভিউয়ারের রেটিং-
গল্প এবং চিত্রনাট্যঃ ২.৫/৩
পরিচালনাঃ ২.১/২.৫
অভিনয়ঃ ২.২/২.৫
মিক্সিং (শব্দ এবং দৃশ্য)ঃ ১.৬/২
মোটঃ ৮.৪/১০............
ডাউনলোড লিংকঃ720p Blure ray

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


