বেরেলভী, ফুলতলী, রাজারবাগী গং রা দাবী করে থাকে যে তারা হানাফী মাযহাবের অনুসারী এবং হানাফী মাসলাক অনুসারে আমল করে। তাদের এই দাবী একেবারে মিথ্যা মিথ্যা এবং মিথ্যা। মিথ্যা দিয়ে যাদের জন্ম তারা তো মিথ্যা বলবেই।
আসুন মিলিয়ে দেখি তাদের আমল আর হানাফী মাসলাকের মধ্যে কোন সম্পর্ক আছে কিনা।
** তারা বলে থাকে নবী (সাঃ) নূরের তৈরি। অথচ ইমাম আবু হানিফা (রহঃ) এই কথা কখনোই বলেন নি এমন কি কোন মাসায়েল কিংবা ফতোয়াও দেন নি যে, নবী (সাঃ) নূরের তৈরি। এমনকি ইমাম আবু হানিফা (রহ) এর ছাত্র ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ (রহ) ও কখনোই এই কথা বলেন নি যে, নবী (সাঃ) নূরের তৈরি। এটা বেদাতীদের বানানো একটা রসম মাত্র। নিজেদের মনগড়াভাবে একটা ভ্রান্ত মতবাদ তৈরি করে হানাফী মাযহাবের সম্পূর্ন বিপরীত পথে হাটছে তারা।
** তারা বলে থাকে যে, নবী (সাঃ) হাজির হাজির। অথচ এই কথা নবী (সাঃ), সাহাবাগন, তাবেঈগন, তাবে তাবেঈগন, মুজতাহিদগন কেউই এই ভ্রান্ত শিরেকী মতবাদ দেন নি। হানাফী মাসলাকে কখনোই এই ফতোয়া দেয়া হয়নি যে, "নবী (সাঃ) হাজির নাজির" । এটা বেদাতীদের মরা লাশের ব্যবসা টিকিয়ে রাখার একটা ফন্দি মাত্র।
** তারা বলে থাকে যে, কবর পূজা, ব্যক্তি পূজা, সিজদা দেয়া জায়েজ !! অথচ হানাফী মাসলাক কখনোই এই ভ্রান্ত ও শিরেকী মতবাদ সমর্থন তো করেই না বরং এই শিরেকী আমলকারীকে ভ্রান্ত সাব্যস্ত করে। এটা পীরালী ব্যবসা চাঙ্গা করার একটা কৌসল মাত্র।
** তারা বলে যে, মিলাদ ক্বিয়াম করা ইবাদত, অথচ এটা কখনোই ইবাদত তো ছিলনই না বরং গর্হিত বিদআত। হানাফী মাসলাক কখনোই এই বিদআতকে সমর্থন করেনা। যে বিদআত চালু হয়েছে ইয়াহুদি খ্রিষ্টানদের অনুকরনে সেই বিদআত সমর্থন করা হানাফী মাযহাবের পক্ষে কখনোই সম্ভব না। এটা এদের ক্বেবলা কুবলাদের বশ করার ফন্দি। নাচ গানও হলো আবার ইবাদতও হলো ! বাহ !! কি সুন্দর ধর্ম !!!
** ঈদে মিলাদুন্নবী পালনকে তারা সব চাইতে বড় ঈদ হিসাবে গন্য করে। আল্লাহর দেয়া পুরষ্কার ঈদ তাদের ভালো লাগেনা, তাই তো তারা আল্লাহ, আল্লাহর রাসূল (সাঃ) এবং ইমাম আবু হানিফা (রহঃ) এর বিরুদ্ধাচরন করে খ্রিষ্টানদের অনুকরনে মিলাদুন্নবী পালন করে প্রমান করে এরা কতো বড় জাহেল যে, নবী (সাঃ) এর ওফাত দিবসে আনন্দ ফুর্তি, ফস্টি নস্টি, গান বাজনা করে।
এই রকম আরো কিছু গাজাখুরী ভ্রান্ত মতবাদ রয়েছে যার সাথে হানাফী মাযহাবের বিন্দু মাত্র সম্পর্ক নেই। এরা হানাফী মাযহাব থেকে হাজার কিলোমিটার দূর দিয়ে হাটছে। এরা না হানাফী মাযহাব অনুসারে চলে, না হানাফী মাযহাবের নিয়ম কানুন মানে। এরা মানে তাদের গুরুদের বানানো ভ্রান্ত ও শিরেকী মতবাদ। তাই এরা কখনোই হানাফী হতে পারেনা। প্রকৃত হানাফীরা কখনোই এইসব শিরিক বিদআত সমর্থন করেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




