কাহিনী টা কিছু দিন আগের-
কিছু দিন আগে মসজিদে নামায শেষে দুষ্টামি করে আল্লাহর কাসে দোয়া করসিলাম 'আল্লাহ আমারে babe magnet কইরা দেও!'
দুয়াটা কইরা আমার নিজের'ই হাসি আইশা পরসিল ।
তো lil sis কে স্কুল থেকে আনতে গেসি। বসে অপেক্ষা করতাসি হটাত এক বাচ্চা , ৩-৪ বসরের হবে, আমার পা ধইরা হাসর-পাসর কইরা আমার কোলে উটার চেষ্টা করা শুরু করলো!
আমি ৪-৫ sec বুঝি নাই তারপর বাচ্চা টারে রে কোলে নিলাম। বাচ্চাটা খুবই সুন্দর।
আমি পুরা হাবার মত আশে পাশে তাকাইতে সি কই থেকে আসলো এই পিচ্ছই।
কিছুক্ষণ পরে পিচচির মা একদম দৌড়ে আইশা আমার কোল থেকে পিচচিরে টানা টানি শুরু করলো কিন্তু পিচ চি বেটা পুরা নাসরবান্দার মত আমার গলা জরাইয়া রাখসে।
মহিলা বলে 'আমি চইলা গেলাম কিন্তু। আমি আর আসবো না'।
বান্দর পিচচি সুন্দর কইরা একটা হাসি দিয়া ওর মা রে টাটা দিয়া দিল!
তখন মহিলা আমারে বলে ' sry! তোমার চেহারা ওর মামার সাথে কিছু টা মিল আসে।
তাই হইত এমন করতাসে'।তারপর মহিলা টেনে পিচচিরে নিয়া গেল।
এখানে অবাক হবার বিষয়- বাচ্চা রা কিন্তু আমার ভ্রু দেখে ভই পাইয়া আমার কাসে ভিরে না বেশি একটা। খুবি rare!
#আল্লাহ আমি কইসিলাম 'babe magnet'.....baby magnet না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



