নোয়াখালী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কের এখলাসপুরে বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে স্কুল-কলেজের কয়েক শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা সদর মাইজদী থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তরে এখলাসপুর ও রমজান বিবি এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী হোসেন।
দুর্ঘটনার পর প্রায় সোয়া ৩ ঘণ্টা মাইজদী-চৌমুহনী সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় তারা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সড়কে গাছ ফেলে রাখে।
দুপুর পৌনে ১টার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।
নিহতরা হলেন- এখলাসপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার, এখলাসপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মমতাজ বেগম, সপ্তম শ্রেণীর ছাত্রী পপি আক্তার, ছাত্র মো. মহিউদ্দিন বাবু, নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী বিলকিস আক্তার মেরি, নাজমা আক্তার, রওশন আক্তার, পূর্ণিমা মজুমদার এবং টেম্পুচালক আবুল কাশেম।
এছাড়া তানিয়া আক্তার নামে এক জনের মৃত্যুর খবর স্থানীয়রা শুরুতে জানালেও হাসপাতালে খবর নিয়ে তাকে ভর্তি অবস্থায় পাওয়া গেছে। তবে চিকিৎসকরা বলছেন, তানিয়া মুমূর্ষু।
এখলাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজউদ্দৌলা সাংবাদিকদের বলেন, "টেম্পুটি বেগমগঞ্জ থেকে মাইজদী যাচ্ছিলো। বিপরীতমুখী যাত্রীসেবা পরিবহনের একটি বাসের ধাক্কায় এটি চুরমার হয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৪০ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



